TRENDS
Advertisement

এবার পুজোর আনন্দ হবে দ্বিগুন, মাত্র 25 000 টাকার বিনিময়ে নিয়ে যান TVS-র এই তুখোড় স্কুটার!

TVS এর নতুন স্কুটার ঝড় তুলেছে বাজারে, দেখে নিন কিভাবে 25 হাজার টাকায় গাড়িটি আপনার হতে পারে

Published By: Ritwik | Published On:

দেশের অন্দরে বাইক এবং স্কুটারের চাহিদা ক্রমবর্ধমান। ধীরে ধীরে বাড়তে থাকছে এই সেগমেন্ট। এক্ষেত্রে ভালো অপশন TVS Jupiter। কিন্তু দাম বাড়ার ফলে এই স্কুটার আপাতত হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু আজ আমরা জানাবো কিভাবে মাত্র 25,000 টাকায় স্কুটারটি কিনতে পারেন আপনি। তার আগে দেখে নিন Jupiter এর বিভিন্ন ফিচারস। এবার পুজোর আনন্দ হবে দ্বিগুন, মাত্র 25 000 টাকার বিনিময়ে নিয়ে যান TVS-র এই তুখোড় স্কুটার!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

দাম এবং মাইলেজ : স্কুটারের দুনিয়ায় মোটামুটি রাজ চালিয়েছে Activa, কিন্তু এবার সেই তাজ যেতে বসেছে তাদের। সম্প্রতি TVS তাদের Jupiter স্কুটার লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (64 kmpl)। আবার দামও কম। Jupiter এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টেরএক্স শোরুম দাম শুরু হচ্ছে 77,358 টাকা থেকে।

এবার পুজোর আনন্দ হবে দ্বিগুন, মাত্র 25 000 টাকার বিনিময়ে নিয়ে যান TVS-র এই তুখোড় স্কুটার!

দাম কত: নীচে বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম দেওয়া হলো
TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 88,088 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুম দাম)

ইঞ্জিন এবং ফিচারস: Activa এর মতো TVS Jupiter ও বেশ পছন্দের ও ভরসাযোগ্য হয়ে ওঠছে। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নমানের। Jupiter এ রয়েছে 109CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 7.8 PS শক্তি এবং 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।

এবার পুজোর আনন্দ হবে দ্বিগুন, মাত্র 25 000 টাকার বিনিময়ে নিয়ে যান TVS-র এই তুখোড় স্কুটার!

6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।
এক নজরে স্কুটারের দাম.

এবার পুজোর আনন্দ হবে দ্বিগুন, মাত্র 25 000 টাকার বিনিময়ে নিয়ে যান TVS-র এই তুখোড় স্কুটার!

ফাইন্যান্স প্ল্যান : টিভিএস জুপিটার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের অন-রোড প্রাইস 89.737 টাকা। কিন্তু আপনি যদি সস্তায় এই স্কুটারটি কিনতে চান তাহলে মাত্র 25,000 টাকা ডাউনপেমেন্ট করেই বাড়িতে নিয়ে আসতে পারেন। বাকি অর্থ ঋণ হিসেবে নিতে হবে। সেক্ষেত্রে 3 বছরের জন্য ঋণ নিলে বার্ষিক সুদ দিতে হবে 9.7%। সেক্ষেত্রে মাসিক 1934 টাকা EMI খরচ পড়বে।

About Author