TRENDS
Advertisement

বাজার দখল করতে 5 লাখে নতুন গাড়ি আনল Maruti Suzuki, মাইলেজ পাবেন 35 কিমি!

35 কিমি মাইলেজ সহ একগুচ্ছ ফিচারস মিলবে নতুন গাড়িতে, বিশদে দেখে নিন খুঁটিনাটি

Published By: Ritwik | Published On:

পুজোর আগে বাজার বেশ গরম হয়ে রয়েছে। একাধিক কোম্পানি তাদের নানান মডেল লঞ্চ করেছে বাজারে। চার চাকা থেকে বাইক, স্কুটার সর্বত্রই একই বিষয় দেখা যাচ্ছে। উৎসবের মরশুমে নিজেদের বিক্রী বাড়াতে Maruti Suzuki ও তাদের নতুন গাড়ি নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি তারা Alto এর নতুন ভার্সন লঞ্চ করেছে বাজারে। বাজার দখল করতে 5 লাখে নতুন গাড়ি আনল Maruti Suzuki, মাইলেজ পাবেন 35 কিমি!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Alto গাড়িটি বাজারে বেস্ট সেলার। এবার সেই গাড়ির Tour ভার্সন Alto H Tour লঞ্চ করেছে মারুতি সুজুকি। নতুন এই ভার্সনটি বাজারের অন্যান্য গাড়ির থেকে বেশ কিছু দিকে এগিয়ে। মাইলেজ থেকে পারফরম্যান্স সমস্ত কিছুই মজুদ রয়েছে এখানে। চলুন আপনাদের গাড়িটি সম্পর্কে জানাই।

Maruti Alto H Tour গাড়িটি আসলে বাণিজ্যিক প্রয়োজনের ভিত্তিতে তৈরি। আর সেই কারণে উন্নত মাইলেজ রয়েছে এখানে। Alto H ট্যুর গাড়িটি 35 কিলোমিটারের একটি দারুণ মাইলেজ দেয়। আধুনিক প্রযুক্তির 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন এবং একটি ডুয়াল VVT পেট্রোল ইঞ্জিন দারুণ শক্তি উৎপন্ন করে।বাজার দখল করতে 5 লাখে নতুন গাড়ি আনল Maruti Suzuki, মাইলেজ পাবেন 35 কিমি!

Alto H Tour এর সিএনজি ভেরিয়েন্টটি ফাক্টরি-ফিট করা। অর্থাৎ নতুন গাড়িতে আগের থেকেই সিএনজি ইঞ্জিন লাগানো থাকবে। একইসাথে গাড়িতে আধুনিক ডিজাইন দেখতে পাবেন। নিরাপত্তা বৈশিষ্ট্যও টপ ক্লাস। সেখানে ডুয়াল এয়ারব্যাগ, একটি প্রি-টেনশনার এবং ফোর্স লিমিটার রয়েছে।

বাজার দখল করতে 5 লাখে নতুন গাড়ি আনল Maruti Suzuki, মাইলেজ পাবেন 35 কিমি!

এছাড়া ইঞ্জিন ইমোবিলাইজার, EBD সহ ABS, একটি গতি সীমাবদ্ধকারী এবং একটি রিভার্স পার্কিং সেন্সরও রয়েছে সেখানে। এতকিছু ফিচারস থাকলেও।গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে মাত্র 5.35 লক্ষ টাকা। আর এত সমস্ত ফিচারসের সাথে গাড়িটির দাম ক্রেতাদের জন্য বেশ যুক্তিসঙ্গত। তাই পুজোর আগে আনন্দ বাড়ানোর জন্য কিনতেই পারেন এই গাড়ি।

About Author