Read In
Whatsapp
Bike NewsNews

ইলেক্ট্রিক স্কুটারের বাজারে বড় লড়াই, বাজাজ চেতক নাকি ওলা এস1? নেবেন কোনটা?

বর্তমানে বাজারে ইলেক্ট্রিক স্কুটারের রমরমা বেড়েছে বহুখানি। বেশ নতুন কিছু কোম্পানি বাজারে এসে মাত লাগিয়ে দিয়েছে। তবে সবচেয়ে বিখ্যাত কিছু বাইকের কথা বললে নাম আসবে Bajaj Chetak এবং Ola S1। এই দুই স্কুটারই বাজারে চলছে রমরমিয়ে।

বাজাজ এবং Ola বাজার জাত অন্যান্য যেকোন সংস্থার থেকে বহুখানি এগিয়ে রয়েছে ইলেক্ট্রিক স্কুটারের ক্ষেত্রে। উল্লেখ্য, চেতক বাজারে আসে আজ থেকে 3 বছর আগে। আর Ola S1 এসেছে 2021 এ। দুই স্কুটারেI দূর্দান্ত রেঞ্জ পাওয়া যায়। কিন্তু দুই স্কুটারের মধ্যে কোন মডেল কিনবেন আপনি?

দুই স্কুটারের তুলনা করে দেখাচ্ছি চলুন – 

১) রেঞ্জ ও ব্যাটারি : বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে রয়েছে 50.4 V/ 60.4 AH ব্যাটারি প্যাক যা ইকো মোডে ফুল চার্জে রেঞ্জ দেয় 90 কিমি এবং স্পোর্ট মোড রেঞ্জ দেয় 80 কিমি। তবে সংস্থার দাবি অনুসারে IDC রেঞ্জ 108 কিমি। ব্যাটারি চার্জ করতে সময় নেয় 5 ঘণ্টা। Ola S1 এ 3Kwh এর ব্যাটারি প্যাক যা ফুল চার্জে 141 কিমি রেঞ্জ দেয়। Ola S1 এ রয়েছে 8500Watt এর একটি মোটর। এটিও চার্জ হতে 5 ঘণ্টা সময় নেয়।

২) বৈশিষ্ট্য: বাজাজ চেতক স্কুটারে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক। সর্বোচ্চ 63 কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে এটি। চেতকে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। লাইটিংয়ের ক্ষেত্রে হেডলাইট, টেললাইট ও টার্ন Ola S1 এও রয়েছে সমস্ত ফিচারস ।

৩) অতিরিক্ত সুবিধা : বাজাজ চেতক স্কুটারের ব্যাটারির উপর 3 বছর বা 70,000 কিমি যা আগে আসবে ওয়ারেন্টি পাওয়া যাবে। অন্যদিকে ওলা এস1 স্কুটারে 3 বছরে আনলিমিটেড কিলোমিটারের ওয়ারেন্টি পাওয়া যায়। যদিও বিল্ড কোয়ালিটির কথা বললে বাজাজ চেতক সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি, সেখানে ওলা এস1 প্লাস্টিক এবং মেটালের সংমিশ্রণ রয়েছে।

৪) দাম: বাজাজ চেতকের দাম শুরু হচ্ছে 1,40,000 টাকা থেকে। ওলা এস1 স্কুটারের দাম রয়েছে 1.29,828 টাকা থেকে। তবে বিভিন্ন ভেরিয়েন্টের দাম বিভিন্ন।

Back to top button