পুজোর আগে বড়সড় খবর শোনাল বাইক নির্মাতা সংস্থাগুলো। উৎসবের মরশুম এবার আরো বেশি আনন্দে ভরে ওঠবে। আসন্ন সময়ে একগুচ্ছ বাইক আনছে বিভিন্ন কোম্পানি। বহু প্রতীক্ষিত Himalayan 450 বা নতুন Aprilia RS 457, MotoGP এর প্রাক পর্বে একগুচ্ছ বাইক আনছে বিভিন্ন কোম্পানি। চলুন দেখে নেওয়া যাক কী কী বাইক আসছে বাজারে।
1. Royal Enfield Himalayan 450: নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 450 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 PS শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়।
2. Aprilia RS 457: ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে।
3. Triumph Scrambler 400X: Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন সহ আসছে Triumph Scrambler 400X। মোট 40 PS শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Scrambler এর ইঞ্জিন। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে Himalayan 450 এবং KTM 390 Adventure এর সাথে প্রতিযোগিতায় নামবে Triumph Scrambler 400X। এক্স শোরুম দাম থাকতে পারে 2.80 লক্ষ টাকার আশেপাশে।
4.Yamaha R3 এবং MT 03: কয়েক মাস আগেই প্রদর্শন করা হয় বাইকদুটিকে। সেখান থেকে জানা যায় যে, 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিনের সাথে আসবে বাইকটি। যা মোট 40 PS শক্তি এবং 27.4Nm পিক টর্ক উৎপন্ন করে। এলইডি আলো, ডুয়াল-চ্যানেল ABS, ডিজিটাল ক্লাস্টার সমেত বাজারে আসে বাইকটি।