
সম্প্রতি বাজারে নতুন Honda Dio লঞ্চ করেছে Honda Motors। Dio বাজারে আসার সাথে সাথেই বেশ উত্তেজনা তৈরী হয়েছে সেটিকে নিয়ে। আগে 110 সিসি ইঞ্জিনের সাথে এলেও এবার Dio লঞ্চ হয়েছে 125 সিসির ইঞ্জিনের সাথে। নতুন স্কুটারটিকে নানান উন্নত ফিচারের সাথে এনেছে Honda Motors। কিন্তু বাজার দখল করা কি সহজ হবে Dio এর পক্ষে? TVS Jupiter এর সামনে কেমন পারফর্ম্যান্স রয়েছে Dio’র?
Dio 125 অত্যন্ত উন্নত এবং আগ্রাসী স্পোর্টি লুকের সাথে লঞ্চ হয়েছে। এছাড়া নতুন Smart Key Feature যোগ করেছে Honda। কিন্তু বাজারে Dio 125 এর যোগ্য প্রতিদ্বন্দ্বী TVS Jupiter। এখন আপনি স্কুটার কিনতে গেলে নেবেন কোনটা! Dio এবং Jupiter দুটিই বেশ সেয়ানে সেয়ানে টক্কর দেয়। কিন্তু দুজনের মধ্যে কার পারফর্ম্যান্স বেশি ভালো? চলুন দেখে নেওয়া যাক।

Honda Dio 125 এ রয়েছে 124সিসির ইঞ্জিন যা আসে 8.19 হর্সপাওয়ারের সাথে। ইঞ্জিনটি 10.4Nm টর্ক উৎপন্ন করে। অন্যদিকে Jupiter 125 এ রয়েছে 124.8 সিসির ইন্জিন। এখানে টর্ক পাবেন 10.5Nm। হোন্ডা ডিও এক লিটার তেলে মোট 48 কিমি মাইলেজ দেয়। সেখানে Jupiter 125 আসে 50 কিমি মাইলেজের সাথে। দুই ক্ষেত্রেই আপনি সামনের চাকাতে ড্রাম এবং পিছনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন।
ডিওতে 18 লিটার বিট স্পেস পাওয়া যায় এবং সেখানে সিটের উচ্চতা 765 মিলিমিটার। জুপিটারে কোনো 33 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। সিটের উচ্চতাও ওই একই। হোন্ডা ডিও এর ex showroom দাম শুরু হচ্ছে 83,400 টাকা থেকে যা 91,300 পর্যন্ত যায়। সেখানে TVS Jupiter এর দাম 83,000 থেকে 90,000 টাকার মধ্যে।