TRENDS
Advertisement

Repsol এডিশনে বাজারে এল নতুন Honda Hornet 2.0 এবং Dio 125, দাম এবং ফিচার্সে রয়েছে এত ফারাক

MotoGP এর আগে Repsol এডিশনে বাইক নিয়ে এল Honda। কেনার জন্য যেতে হবে এই নির্দিষ্ট ডিলারশিপে

Published By: Ritwik | Published On:

হোন্ডা মোটরস অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) সদ্যই তাদের নতুন দুটি বাইক এবং স্কুটারের ঘোষণা করেছে। শীঘ্রই অনুষ্ঠিত হবে Motogp Bharat। আর তার আগে Hornet 2.0 এবং Dio 125 এর Repsol এডিশন লঞ্চ করল কোম্পানি। সীমিত সংখ্যায় রেড উইং ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে এই যানবাহনগুলো। Repsol এডিশনে বাজারে এল নতুন Honda Hornet 2.0 এবং Dio 125, দাম এবং ফিচার্সে রয়েছে এত ফারাক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

যদিও এখনো অনেকে জানেন না কি এই Repsol এডিশন। জানিয়ে রাখি যে, Repsol হলো Honda এর অফিশিয়াল রেসিং সংস্থা। বিভিন্ন Grand Prix এবং MotoGP এর মতো রেসিং সার্কিটে এই নামেই অংশগ্রহণ করে Honda। Motogp Bharat এও এই নামেই অংশগ্রহণ করবে হোন্ডা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই প্রথম MotoGP ভারতে অংশগ্রহণ করবে Honda এর টিম। আর তার আগে Repsol এডিসনের দুটি গাড়ি লঞ্চ করেছে তারা। যদিও পারফরম্যান্স অথবা ক্ষমতা কোনো কিছুই পরিবর্তন হয়নি। Honda Hornet 2.0 তে যেমন 184.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতো যা মোট 17 hp শক্তি এবং 15.9 Nm টর্ক তৈরি করতো এখানেও তাই পাবেন।Repsol এডিশনে বাজারে এল নতুন Honda Hornet 2.0 এবং Dio 125, দাম এবং ফিচার্সে রয়েছে এত ফারাক

তাহলে পরিবর্তন কি হয়েছে?
আসল পরিবর্তন রয়েছে Hornet এবং Dio এর থিমে। যেমন Honda Hornet 2.0 রেপসল এডিশন ডুয়াল টোন রঙের সাথে উপলব্ধ। সেখানে রস হোয়াইট এবং ভাইব্র্যান্ট অরেঞ্জ রঙের মিশ্রণ দেখা যায়। আকর্ষন বাড়াতে রয়েছে রেপসল রেসিং স্ট্রাইপ।

Dio 125 রেপসল এডিশনেও Hornet 2.0 এর মত ওই একই ডুয়াল টোন কালার স্কিম দেওয়া হয়েছে। এছাড়া স্কুটারের অ্যালয় হুইলও কমলা রঙে রাঙিয়ে দিয়ে দারুণ ফিনিশ করেছে Honda Motors।Repsol এডিশনে বাজারে এল নতুন Honda Hornet 2.0 এবং Dio 125, দাম এবং ফিচার্সে রয়েছে এত ফারাক

দাম দেখে নিন
Hornet 2.0 Repsol এডিশনের এক্স শোরুম দাম রয়েছে 1.40 লাখ টাকা। অন্যদিকে Dio 125 Repsol এডিশনের এক্স শোরুম দাম পড়বে 92,300 টাকা মতো।

About Author