Read In
Whatsapp
Car News

60 হাজার টাকা দিয়েই 26 কিমি মাইলেজের গাড়ি কিনতে পারেন আপনি! মারুতি সুজুকি নিয়ে এল বাম্পার অফার

হ্যাচব্যাক ক্যাটেগরিতে দেশে সবচেয়ে বেশি গাড়ি বিক্রী করে Maruti। আর তাদের Alto অথবা Swift এর মতই Celerio গাড়িটিও বেশ জনপ্রিয়। আকর্ষণীয় চেহারা এবং লুকের কারণে গাড়িটি সবারই বেশ পছন্দের। বাজেট সেগমেন্টের এই গাড়িতে একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে। বাজারে গাড়িটির চাহিদাও যথেষ্ট। সম্প্রতি Celerio এর নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছে মারুতি সুজুকি।

ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 65.71 bhp শক্তি এবং 3500 rpm এ 89 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম।

মাইলেজ এবং ব্রেকিং: Celerio গাড়িটি মোট 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। প্রতি লিটারে মোট মাইলেজ পাবেন 26 কিমির। দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়।

দাম: Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.37 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.75 লক্ষ টাকা।



ফাইন্যান্স প্ল্যান:
এই গাড়িটি কিনতে চাইলে আপনার অন রোড দাম পড়বে প্রায় 7.58 লক্ষ টাকা মত। কিন্তু একবারে পুরো টাকাটা দিতে না পারলে ফাইন্যান্সের মাধ্যমে সহজেই গাড়িটি আপনার হতে পারে। ফাইন্যান্সের জন্য প্রথমেই 60 হাজার টাকা ডাউনপেমেন্ট করতে হবে। 5 বছরের জন্য বাকি টাকা 9.8% বার্ষিক সুদের সাথে ঋণ নিলে মাসিক EMI খরচ পড়বে 14,553 টাকা।

Back to top button