TRENDS
Advertisement

জনপ্রিয় টেক YouTuber MKBHD প্রথমবারের জন্য সামনে আনলেন নাথিং ফোন (2) এর ডিজাইন, দেখুন ফার্স্টলুক

বিশ্বের তাবৎ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড গুলির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে নাথিং ( Nothing)। শুরুটা হয় ফোন 1 দিয়ে, এবার তারা নিয়ে এসেছে পরবর্তী ভার্সন ফোন (2)। যদিও এক্ষুনি বাজারে…

Published By: Ritwik | Published On:

বিশ্বের তাবৎ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড গুলির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে নাথিং ( Nothing)। শুরুটা হয় ফোন 1 দিয়ে, এবার তারা নিয়ে এসেছে পরবর্তী ভার্সন ফোন (2)। যদিও এক্ষুনি বাজারে আসেনি সেটি, কোম্পানির তরফে জানানো হয়েছে মাত্র। তবে বিখ্যাত YouTuber MKBHD প্রথমবারের জন্য Nothing phone (2) এর ডিজাইন সামনে এনেছেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

স্বাভাবিক ভাবেই নাথিং এর ফোনে পিছনের দিকে ‘Glyph Interface’-কে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে রাখা হয়েছে মোট 33টি LED লাইট! ফলে আপনি নিজের ইচ্ছেমত সেগুলোকে কাস্টোমাইজ করতে পারেন। Zomato এবং Uber এর মত সংস্থার সাথে কোম্পানির সেই নিয়ে চুক্তিও হয়ে গিয়েছে।

MKBHD-এর মতে, নাথিং ফোন (2) তার পূর্বসূরির চেয়ে অনেক বেশি কাস্টমাইজযোগ্য এবং সহজে মানিয়েও নেওয়া যায়। এছাড়া iOS-এ লাইভ অ্যাক্টিভিটি বৈশিষ্ট্য দ্বারাও যে ফোনটি অনুপ্রাণিত হয়েছিল সেটিও জানানো হয়েছে। উপরন্তু এও জানা যাচ্ছে যে, আপনি চাইলে একটি ডেডিকেটেড LED জ্বালিয়েও রাখতে পারেন।

এর আগে নাথিং ফোন (1) এর মতই গ্রাহকরা একটি বিশেষ রিংটোন সেট করতে এবং রিংটোনের সাথে মিলিয়ে LED ব্যাকলাইটগুলিকে টুইক করতে সক্ষম হবে। তবে সবচেয়ে বেশি সুবিধা আসছে ফোনটির প্রসেসরে। এর আগে যেখানে মিড লেভেলের প্রসেসর লাগানো ছিল এবার Nothing Phone (2) তে থাকছে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1।

সাথে থাকছে 4,700 mAh এর ব্যাটারি, ফাস্ট চার্জিং এর সুবিধা। স্মার্টফোনটি Android 13-এর উপর ভিত্তি করে NothingOS 2 এর সাথে আসবে। এবার অনেকেই জানতে চাইছেন যে, Nothing Phone 2 এর দাম কত হতে পারে। চূড়ান্ত দাম জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 11 জুলাই অবধি। কিন্তু সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে যে, স্মার্টফোনটির দাম হতে পারে 40,000 টাকার বেশী।

About Author