TRENDS
Advertisement

আদানি অথবা আম্বানি নয়, ভারতের সবচেয়ে দামী গাড়ির মালিক ইনিই, দেখে নিন কে এবং কোন গাড়ির কথা হচ্ছে

Mercedes বা BMW তো কোন ছার, পাত্তা পাবেনা Rolls Royce ও! এটাই ভারতের সবথেকে দামী গাড়ি যা শুধুমাত্র এই ডাক্তারের কাছেই রয়েছে

Published By: Ritwik | Published On:

বিলাসবহুল দ্রব্যাদির কথা বললে নাম আসে বিলিয়নিয়ারদের। ভারতে মুখ্যত আম্বানি, তারপর আদানি। তবে মোটামুটি সমস্ত ধনী ব্যক্তি যেমন ব্যবসায়ী এবং উদ্যোগপতিরা রোলস রয়েসে চড়তেই বেশি ভালোবাসেন। বিলাসবহুল এবং দামী বলতে প্রথমে কিন্তু ব্রিটিশ সংস্থা Rolls Royce সবচেয়ে বড় বাজার ধরে রেখেছে। কিন্তু দেশের সবচেয়ে দামী গাড়ি Rolls Royce নয়। আরো অবাক করার বিষয় সেই গাড়ি যার কাছে আছে তাকে চেনা মানুষের সংখ্যা হাতেগোনা।vআদানি অথবা আম্বানি নয়, ভারতের সবচেয়ে দামী গাড়ির মালিক ইনিই, দেখে নিন কে এবং কোন গাড়ির কথা হচ্ছে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমে আসি দেশের সবচেয়ে দামী গাড়ি কোনটি। আপনাদের জানিয়ে দিই যে, এই গাড়িটি জার্মান কোম্পানি Bentley এর। গাড়িটির নাম Bentley Mulsanne EWB Centenary এডিশন। বাজারমূল্য 14 কোটি টাকা! গাড়ির নাম জানার পর এখন কৌতূহল জাগছে কে সেই ব্যক্তি যার কাছে এত দামী গাড়ি রয়েছে! চলুন জানাচ্ছি তাকে নিয়ে।

আদানি অথবা আম্বানি নয়, ভারতের সবচেয়ে দামী গাড়ির মালিক ইনিই, দেখে নিন কে এবং কোন গাড়ির কথা হচ্ছে

প্রথমেই বলে দিয়েছি যে আম্বানি অথবা আদানি নয়, এই ব্যক্তি অচেনা। তার নাম ভিএস রেড্ডি। অনেকেই তাকে ‘প্রোটিন ম্যান অফ ইন্ডিয়া’ নামে ডেকে থাকেন। ভিএস রেড্ডি ব্রিটিশ বায়োলজিকালস’র প্রতিষ্ঠাতা এবং MD। তিনিই এই গাড়িটি কেনেন। ভারতে অবশ্য অনেক গাড়িই বিক্রি করে Bentley। কিন্তু কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল Mulsanne।

আদানি অথবা আম্বানি নয়, ভারতের সবচেয়ে দামী গাড়ির মালিক ইনিই, দেখে নিন কে এবং কোন গাড়ির কথা হচ্ছে

Mulsanne এর স্ট্যান্ডার্ড মডেলের দাম 6 কোটি টাকা থেকে শুরু হয়। বিলাসবহুল তো বটেই, সাথে গাড়িটি বিরলও বটে। কারণ সারাবিশ্বে হাতেগোনা কয়েকটি ইউনিট বিক্রি হয়েছে এই মডেলের। শতবর্ষ উপলক্ষে এই স্পেশাল এডিশন চার চাকা লঞ্চ করেছিল বেন্টলে। আর এরকম মাএ 100টি গাড়িই তৈরি করে তারা।

আদানি অথবা আম্বানি নয়, ভারতের সবচেয়ে দামী গাড়ির মালিক ইনিই, দেখে নিন কে এবং কোন গাড়ির কথা হচ্ছে

দারুণ ডিজাইনের গাড়িতে 5Star হোটেলের মতোই সমস্ত সুবিধা রয়েছে। গাড়িতে 6.5 লিটার V8 ইঞ্জিন রয়েছে। আর তারফলে Mulsanne মোট 506 hp শক্তি এবং 1020 Nm টর্ক তৈরি করতে পারে। 8 স্পিড অটোমেটিক ZF ট্রান্সমিশনের সাথে মাত্র 5.5 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছে যেতে পারে Mulsanne।

About Author