Bullet 350 এর পর আরেকটি বড় আপডেট এসেছে Royal Enfield এর কাছ থেকে। জানা যাচ্ছে শীঘ্রই আসতে চলেছে Himalayan 450। আগামী 30 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে বাইকটি নিয়ে আসতে পারে Royal Enfield। আধুনিক ডিজাইনের সাথে শক্তিশালী ইঞ্জিন থাকবে সেখানে। হান্টার, ক্লাসিক, বুলেট, মিটিওর ইত্যাদির পর এবার অফ রোডিংয়ের জন্য Himalayan বাইকটি লঞ্চ করবে কোম্পানি।
বাইকটি সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায়নি। কিন্তু খবর আসছে যে, Royal Enfield আপাতত বাইকটির টেস্টিং চালাচ্ছে। কারণ রয়্যাল এনফিল্ডের ট্র্যাক রেকর্ড অনুযায়ী আগে ভালভাবে টেস্টিং চালানোর পরই বাইক বাজারে নিয়ে আসে তারা। বহু মানুষের চোখেই পড়েছে সেই স্পাই টেস্টিংয়ের ছবি।
সামনেই দুর্গাপুজো, দীপাবলি তাই আসন্ন উৎসবের মরশুমকেই টার্গেট করেছে Royal Enfield। পূজোর আগেই তারা বাজারে নিয়ে আসতে চাইছে Royal Enfield Himalayan 450। বাইকে থাকবে শক্তিশালী 450 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 40hp শক্তি উৎপন্ন করতে সক্ষম।
6 গতির গিয়ারবক্সের সাথে বাইকে সিঙ্গেল পড, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, LED লাইটিং এবং আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন থাকবে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাইকের দাম থাকতে পারে 2.5 লক্ষ টাকা। আর এই দামে দুর্দান্ত ফিচারস সমেত বাইক নিয়ে এলে বাজারে আবারো শোরগোল ফেলে দেবে Royal Enfield।