ভারতীয় কোম্পানি বাজাজের সাথে হাত মিলিয়ে সদ্যই নতুন বাইক লঞ্চ করেছে ব্রিটেনের ট্রিয়াম্ফ। গত 5 জুলাই নতুন বাইক Triumph Speed 400। অবাক করা বিষয় হল, লঞ্চ হওয়ার 10 দিনের মধ্যেই 10,000 বুকিং ছাড়িয়ে গেছে। তবে লঞ্চ হতে না হতেই হাজির দুই প্রতিদ্বন্দ্বী। ট্রায়াম্ফ স্পিড 400-কে টক্কর দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছে আরও দুই জনপ্রিয় মোটরসাইকেল।
লুক, স্টাইল থেকে শুরু করে স্পিড সব দিক দিয়েই তুখোড় দুই বাইক হল Royal Enfield Hunter 350 এবং KTM Duke 390। এমতাবস্থায় কোন বাইকের উপর টাকা ইনভেস্ট করবেন সেটা বুঝতে পারছেননা? তাহলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন। কার কেমন দাম, বৈশিষ্ট্য সবকিছুই বিচার করা হল এই প্রতিবেদনে।
Triumph Speed 400 : Bajaj-Triumph জুটির নতুন বাইক হল Speed 400। এই বাইক নিয়ে ভক্তদের উন্মাদনা দেখার মত। এতে রয়েছে 398 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক 40 হর্সপাওয়ার এবং 37.5 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে, সঙ্গে 6 স্পিড গিয়ার। ফুয়েল ট্যাংক রয়েছে 13 লিটার। সামনের এবং পেছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
পাশাপাশি এতে রয়েছে অ্যানালগ ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকের লাইটিং এবং ডিসপ্লে রয়েছে সম্পূর্ণ LED। তবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থাকলেও কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই এই বাইকে। এইমুহুর্তে ভারতের বাজারে Triumph Speed 400 এর দাম 2.33 লাখ টাকা (এক্স-শোরুম)।
Royal Enfield Hunter : নিও-রেট্রো ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড হান্টার। বাইকটিতে রয়েছে 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক 20.4 হর্সপাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। দুই চাকায় পেয়ে যাবেন ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। পাশাপাশি এতে রয়েছে অ্যানালগ ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, USB চার্জিং পোর্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটি। লাইটের কথা বললে, হেডলাইট ও টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে হ্যালোজেন। বাইকটির প্রারম্ভিক দাম 1.50 লাখ টাকা (এক্স-শোরুম)।
KTM Duke 390 : ভারতের বাজারে KTM-র জনপ্রিয়তা দেখার মত। KTM Duke 390-র কথা বললে এতে রয়েছে 373 সিসি সিঙ্গেল সিলিন্ডার। বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ 43.5 হর্সপাওয়ার এবং 37 এনএম টর্ক তৈরি করার ক্ষমতা রাখে। এরও সামনের এবং পেছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এতেও পেয়ে যাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, কুইক শিফটার, এবং LED লাইটিং। এইমুহুর্তে ভারতীয় বাজারে KTM Duke 390 এর দাম 2.97 লাখ টাকা (এক্স-শোরুম)।