Read In
Whatsapp
Bike News

Royal Enfield Bullet 350 বনাম Pulsar F250, দাম ও মাইলেজের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন

Royal Enfield গত 14 তারিখ তাদের J সিরিজের ইঞ্জিন সহ Bullet 350 লঞ্চ করেছে। একই সময়ে Bajaj আবার তাদের নতুন Pulsar F250 বাইকটি নিয়ে আসে। তাহলে কোন বাইক এগিয়ে? চলুন দেখে নেওয়া যাক।

Royal Enfield Bullet 350
Royal Enfield এর নতুন Bullet বাইকে J সিরিজের ইঞ্জিন রয়েছে। সেখানে 349 সিসির ইঞ্জিন মোট 19.9 bhp শক্তি এবং 27 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সমেত মোট 45 কিমি মাইলেজ পাওয়া যায়।

Bullet 350 এ হার্ডওয়্যার ও ফিচার্স সমেত দু চাকাতেই আপনি ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং USB পোর্টের মতো ফিচারস রয়েছে। Bullet 350 এর এক্স শোরুম দাম রয়েছে 1.74 লাখ থেকে 2.15 লাখ টাকা। বাইকটি তিনটি ভেরিয়েন্টে বিক্রি হয় বাজারে, এগুলো হলো মিলিটারি, স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাক গোল্ড।

Bajaj Pulsar F250
Bullet এর থেকে খুব পিছিয়ে নেই Pulsar F250। চালকের নিরাপত্তার জন্য বাইকে ডিস্ক ব্রেক রয়েছে। এই ব্রেকের সাহায্যে বাইককে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় ও 249 সিসির ইঞ্জিন 35 কিমি মাইলেজও প্রদান করে। নতুন রঙের সাথে Pulsar F250 আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Pulsar F250 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। Pulsar F250 এর ওজন 164 কেজি এবং সেখানে বাইকটিতে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ডুয়াল চ্যানেল ABS সহ F250 মোট 24.5 PS শক্তি উৎপন্ন করে এবং 21.5 Nm টর্কের সাথে পারফরম্যান্স নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Back to top button