সদ্যই টাটা ন্যানোর নতুন ডিজাইন সামনে এসেছে। নতুন ন্যানো গাড়িটির ডিজাইন সবাইকেই বেশ চমকে দিয়েছে। বহু মানুষই গাড়িটির ডিজাইনের বেশ প্রশংসা করেছেন। উল্লেখ্য ভারতের তো বটেই সাথে টাটা ন্যানো ছিল পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি। যদিও এটা গাড়ির সবচেয়ে বড় USP হলেও ওই একই কারণে গাড়িটি বেশ ফ্লপ হয় মার্কেটে।
টাটা ন্যানো গাড়িটি প্রথম দিকে বিক্রির রেকর্ড বানালেও পরবর্তী সময়ে ধীরে ধীরে বিক্রি কমতে থাকে। আবার ন্যানোর সুরক্ষা ব্যবস্থা খারাপ থাকায় সেই কারণেও টাটাকে এই গাড়ির ওপর রাশ টানতে হয়। কিন্তু টাটারা ন্যানোকে ফিরিয়ে আনার কথা না বললেও গাড়িটি নিয়ে বাজারে বেশ হাইপ ওঠেছে।
তবে জানিয়ে রাখি যে, tata nano এই ডিজাইনে আসছেনা। কারণ ছবিটি টাটা মোটরসের তরফে নয়, এক ডিজিটাল চিত্রশিল্পীর তরফে প্রকাশ করা হয়েছে। ইউটিউবে SRK Deaign গাড়িটির ছবিটি Render করেছে। অনেকটাই SUV এর আদলে রয়েছে সেটি। গাড়িটির ডিজাইনে হ্যাচব্যাক এবং SUV এর ক্রসওভার রয়েছে। গাড়িটি অনেকটাই Maruti এর S-Presso এর মতই দেখতে।
উল্লেখ্য টাটা ন্যানোর এই ডিজাইন সমস্ত আধুনিক টাটা গাড়ির লুক তো বটেই সাথে বনেটের LED DRLগুলির মাঝখানে টাটা লোগো সহ একটি বেশ স্মুথ গ্রিলও রয়েছে। যদিও টাটা ন্যানোকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছে নেই টাটা মোটরসের। সেই হিসেবে Tiago ভারতীয় অটো জায়ান্টের পোর্টফোলিওতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পণ্য। এক্ষেত্রে শিল্পীর প্রশংসা করলেও গাড়িটি বাজারে আসার সম্ভাবনা থাকছেনা।