TRENDS
Advertisement

Junior NTR-র গ্যারেজে আছে ‘এক সে এক’ ধাসু গাড়ি, দেখুন নায়কের হাইভোল্টেজ কার কালেকশন

এক দুটো নয়, একগুচ্ছ সুপারকার রয়েছে দক্ষিণী সুপারস্টারের বাড়ির গ্যারেজে, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

বলিউড তারকাদের পাশাপাশি দক্ষিণী তারকাদেরও নাম আজ সারাভারতেই বেশ জোরশোরে চলছে। RRR সিনেমার অন্যতম মুখ্য অভিনেতা জুনিয়র এনটিআর এর নাম আজ সারাদেশেই জনপ্রিয়। কিন্তু জানেন কী সিনেমা ছাড়াও তার আরেকটি শখ রয়েছে। আরে তাহলো গাড়ির। Junior NTR এর গ্যারেজে বেশ কিছু বিখ্যাত দামী সুপারকার রয়েছে। সেগুলো সম্পর্কেই আজ জানাবো আপনাদের। নিচে দেখে নিন কী কী গাড়ি রয়েছে Junior NTR এর গ্যারেজে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Lamborghini Urus Junior NTR-র গ্যারেজে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, দেখুন নায়কের হাইভোল্টেজ কার কালেকশন
4.18 কোটি টাকার এক্স-শোরুম দাম রয়েছে এই বিলাসবহুল গাড়ির। Urus দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হলো S এবং Performante। 5 সিটার গাড়িতে 4-লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 666 PS শক্তি এবং 850 Nm টর্ক শক্তি উৎপন্ন করে। যার ফলে মাত্র 3 সেকেন্ডেই Lamborghini Urus 100 কিলোমিটার গতিতে পৌঁছে যায়। উল্লেখ্য Urus এর সর্বোচ্চ গতি 306 kmph।

2) Porsche 718 Cayman Junior NTR-র গ্যারেজে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, দেখুন নায়কের হাইভোল্টেজ কার কালেকশন
1.41 কোটি টাকার এক্স-শোরুম দামের Porsche 718 Cayman দারুণ স্টাইলিশ একটি গাড়ি। সেখানে আপনি 14.5 km মাইলেজ পেয়ে যাবেন। একইসাথে এই বিলাসবহুল গাড়িটি 11টি রঙের সাথে বাজারে আসে। 380 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Porsche 718 Cayman দারুণ পারফরম্যান্স অফার করে।

3) Mercedes-Benz GLS Junior NTR-র গ্যারেজে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, দেখুন নায়কের হাইভোল্টেজ কার কালেকশন
Mercedes-Benz GLS এর দাম শুরু হচ্ছে 1.04 কোটি টাকা থেকে। বর্তমানে তিনটি ভেরিয়েন্ট রয়েছে এই গাড়ির। 3.0-লিটার ইঞ্জিন রয়েছে দুর্দান্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম।

4) Land Rover Range Rover Junior NTR-র গ্যারেজে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, দেখুন নায়কের হাইভোল্টেজ কার কালেকশন
বিখ্যাত Range Rover গাড়িটিও রখেছে Junior NTR এর বাড়ির গ্যারেজে। টপ স্পেক মডেলের দাম 4.17 কোটি টাকা। 3 লিটারের 6 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। একইসাথে 48-ভোল্ট এর হালকা হাইব্রিড সিস্টেমও দেখতে পাবেন আপনি।

About Author