TRENDS
Advertisement

ভোক্সওয়াগেন থেকে শুরু করে BMW, নানা পাটেকরের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

ভারতের প্রাক্তন টেরিটোরিয়াল আর্মির সৈনিক নানা পাটেকরের গাড়ির কালেকশন দেখেছেন? দেখলে অবাক হবেন আপনিও।

Published By: Ritwik | Published On:

বলিউডের চর্চিত অভিনেতাদের মধ্যে যার নাম না করলেই নয়, তিনি হলেন বিশ্বনাথ পাটেকর ওরফে নানা পাটেকর (Nana Patekar)। দীর্ঘ কেরিয়ারে প্রচুর হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে অনেকেই হয়ত জানেননা যে তিনি ভারতের একজন প্রাক্তন টেরিটোরিয়াল আর্মির সৈনিক। এহেন তারকা তার সাদামাটা জীবনধারার জন্য বিশেষ পরিচিত। তবে এই তারকার গাড়ির কালেকশন দেখেছেন কি? অভিনেতার কাছে এমন বেশকিছু গাড়ি আছে যা দেখলে আপনিও অবাক হবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মাহিন্দ্রা জিপ সিজে4 (Mahindra Jeep CJ4) : এই গাড়িটিতে রয়েছে 2.2 লিটারের একটি ইঞ্জিন যা সর্বোচ্চ 72 হর্সপাওয়ার শক্তি এবং 154Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

ভোক্সওয়াগেন থেকে শুরু করে BMW, নানা পাটেকরের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

ভক্সওয়াগেন পোলো (Volkswagen Polo) : নানা পাটেকরের কালেকশনে থাকা আরও একটি চমৎকার গাড়ি হল ভক্সওয়াগেন পোলো। এটি মূলত ফার্স্ট জেনারেশনের গাড়ি যার দাম প্রায় ৯ লক্ষ টাকা।

ভোক্সওয়াগেন থেকে শুরু করে BMW, নানা পাটেকরের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

বিএমডব্লিউ এক্স ফাইভ (BMW X5) : একটি 3 লিটার, 6 সিলিন্ডার সহ ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। যদিও নানা পাটেকর এই গাড়িটি ব্যবহার করেননা বললেই চলে।

ভোক্সওয়াগেন থেকে শুরু করে BMW, নানা পাটেকরের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

রয়্যাল এনফিল্ড বুলেট (Royal Enfield Bullet 350) : বুলেটের ইতিহাসে সবচেয়ে পুরাতন হল রয়্যাল এনফিল্ড 350। যদিও বাজারে এই বাইকের ক্রেজ আগের মতোই। এটিও রয়েছে নানা পাটেকরের কালেকশনে।

About Author