Read In
Whatsapp
Bike News

50 হাজার টাকায় বাড়িতে আনুন Royal Enfield Classic 350, পুজোর আগে এই সুযোগ হাতছাড়া করবেন না!

Royal Enfield এর নতুন কিছু বাইক কয়েকদিন আগেই বাজারে এসেছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে নতুন Bullet 350 নিয়ে। আধুনিক ইঞ্জিন এবং শক্তিশালী ডিজাইনের সাথে Royal Enfield দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স দেয়।

তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেছে Royal Enfield এর বিভিন্ন বাইক। মাইলেজও আবার বেশি পাওয়া যায় এই বাইকগুলোতে। কিন্তু দাম বেশি হওয়ার কারণে অনেকেই তাদের বাইক কেনার স্বপ্ন সফল করতে পারেন না। কিন্তু আজ সস্তায় RE বাইক কেনার বড় সুযোগ নিয়ে এসেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সস্তায় বাইক কিনতে পারেন আপনি।

আসলে এজন্য আপনাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হবে। তাহলেই 50 হাজারের বাজেটে বাইক বাড়ি আনতে পারেন আপনি। নিচে কয়েকটি দারুণ অপশন নিয়ে হাজির হয়েছি আমরা।

1) OLX ওয়েবসাইটে Classic 350 এর 2010 সালের বাইকটির একটি মডেল ভাল অবস্থায় রয়েছে। মাত্র 50 হাজার টাকায় বিক্রি হচ্ছে বাইকটি৷

2) QUIKR-এ 2011 সালের মডেল লিস্টেড রয়েছে। সেখানে গাড়িটির দাম পড়ছে 60 হাজার টাকা।

3) BIKES4SALE-এর ওয়েবসাইটে 2012 সালের মডেল মাত্র 65 হাজার টাকায় কিনতে পারেন আপনি।

Back to top button