TRENDS
Advertisement

এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস

গাড়ির থেকে কম কিছু নয়, নতুন এই ইলেকট্রিক স্কুটার হার মানাবে বড় বৈদ্যুতিক গাড়িকেও!

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে জ্বালানি গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের চল অনেকখানি বেড়েছে। এমতাবস্থায় বৈদ্যুতিক স্কুটার একটি ভালো অপশন হতে পারে। মূল্য সামান্য বেশি হলেও Operating খরচ খুবই কম। জ্বালানির জ্বালাময় দামও নেই এখানে। কিন্তু সমস্যা গাড়ির রেঞ্জ নিয়ে। চালাবেন তো বটে, কিন্তু যাবেন আর কতদূর, একটু যাওযার পরই চার্জ শেষ হয়ে যাবে। আর তাতেই যত বিপত্তি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস
Electric Scooter and Charging Station Isolated. Green Modern Scooter Recharges Batteries. Motorbike and Charge Station with Screen. Eco City Transport Concept. Cartoon Flat Vector Illustration.

আসলে বৈদ্যুতিক পণ্যের সমস্যায় চার্জ এবং মাইলেজ নিয়ে। এক তো ব্যাটারি ধীরে ধীরে ক্ষয়ে যায়। তারফলে ব্যাটারি পরিবর্তন করা অত্যাবশ্যক। অন্যদিকে চার্জ শেষ হয়ে গেলে আবার 5-6 ঘন্টার অপেক্ষা। কিন্তু এবার আর সমস্যাই থাকবেনা। বাজারে এমন এক স্কুটার এসেছে যা একবার চার্জেই 300কিমি ছুটতে পারে। এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস

বাজারে এসে গেল নতুন IME Rapid ইলেক্ট্রিক স্কুটার। সেখানে মাইলেজ পাওয়া যাচ্ছে 300 কিমির! একবার চার্জেই E-Scooter ছুটবে এতদূর। ফুল চার্জে লম্বা পথ অতিক্রম করতে জুড়ি নেই এই স্কুটারের। তাহলে চলুন এটির দাম এবং অন্যান্য ফিচারস দেখে নেওয়া যাক। এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস

ব্যাটারি এবং ইঞ্জিন: 2 kwh ইলেকট্রিক মোটর সহ IME Rapid এ 60V-(26/52/72) AH ব্যাটারি পাওয়া যায়। ব্যাটারি ক্যাপাসিটির ভিন্নতার কারণে 100km, 200 km এবং 300 km রেঞ্জ পাওয়া যায়। সাথে স্কুটারের সর্বোচ্চ গতিও বেশ অসাধারণ। কারণ 80 কিমি বেগে ছুটতে পারে এটি। এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস

এক চার্জ দিলেই আরামে যাতায়াত করতে পারবেন কলকাতা To দীঘা! নতুন এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এত্ত ফিচারস

দাম: কোনো ফিক্সড দাম নেই এই স্কুটারের। তবে আপনি নিজের পছন্দমত 99 হাজার থেকে 1.48 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন দাম বিভিন্ন ভেরিয়েন্ট কিনতে পারেন। উল্লেখ্য, ওপরে দেওয়া দাম আসলে স্কুটারটির এক্স শোরুম দাম।

About Author