TRENDS
Advertisement

Shakib Al Hasan Car Collection : বাংলাদেশী ক্রিকেটার সাকিবের গ্যারাজে কী কী লাক্সারি গাড়ি আছে? দেখে হাঁ হয়ে যাবেন

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব যার কাছে এই বিরাট কালেকশন রয়েছে। গাড়িগুলোর দাম এবং ফিচারস দেখেছেন?

Published By: Ritwik | Published On:

এশিয়া কাপ চলছে। বাংলাদেশ দল ছিটকে গিয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় হাসিল করেছে তারা। বাংলাদেশ দলের কথা বললে নাম আসে সেদেশের অধিনায়ক সাকিব আল হাসানের কথা। বাংলাদেশের অস্তমিত ক্রিকেটের মধ্যে তিনি একাই টিম টিম করে আলো দিয়ে যাচ্ছেন। কিন্তু জানেন কি ক্রিকেট ছাড়া আরো একটি বিষয় সাকিবের খুবই প্রিয়। আর তা হলো গাড়ি। Shakib Al Hasan Car Collection : বাংলাদেশী ক্রিকেটার সাকিবের গ্যারাজে কী কী লাক্সারি গাড়ি আছে? দেখে হাঁ হয়ে যাবেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সাকিব আল হাসান গাড়ির বড় ভক্ত। বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদের মধ্যে তার কাছেই রয়েছে দুর্ধর্ষ সমস্ত বিলাসবহুল চার চাকা। চলুন আজ তার গ্যারাজের হাল হকিকত সম্বন্ধে জানাই আপনাদের।

Mercedes-Benz GLE: তারকাদের কাছে মার্সিডিজের একটি হলেও গাড়ি থাকবেই। বিশ্বের বিভিন্ন বড় বড় তারকা ও ব্যবসায়ীদের পছন্দের গাড়ি রয়েছে তার কাছেও। সাকিবের কাছে Mercedes এর GLE গাড়িটি রয়েছে। যার ভারতীয় মুদ্রায় দাম প্রায় 1.08 কোটি টাকা।

Shakib Al Hasan Car Collection : বাংলাদেশী ক্রিকেটার সাকিবের গ্যারাজে কী কী লাক্সারি গাড়ি আছে? দেখে হাঁ হয়ে যাবেন

Mercedes GLE এর ইঞ্জিন সর্বোচ্চ 325 hp শক্তি এবং 750 Nm টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়াও ভয়েস কমান্ড, ক্রূজ কন্ট্রোল, সানরুফ, মুনরুফ, 9টি এয়ারব্যাগ, 360 ডিগ্রি ক্যামেরা, 20.3 সেন্টিমিটার টাচস্ক্রিন ইনফো টেনমেন্ট সিস্টেম, স্মার্টফোন কানেকশন ইত্যাদির মতো আধুনিক ফিচার্স পাওয়া যায় গাড়িটিতে ।

Shakib Al Hasan Car Collection : বাংলাদেশী ক্রিকেটার সাকিবের গ্যারাজে কী কী লাক্সারি গাড়ি আছে? দেখে হাঁ হয়ে যাবেন

Nissan X Trail: Nissan এর এই SUV গাড়িটিও তার গ্যারেজের শোভাবর্ধন করছে। ভারতে এখনো লঞ্চ হয়নি সেটি। তবে অন্যান্য বাজারের সাথে তুলনা করলে গাড়িটির দাম দেখা যায় 40 লক্ষ টাকা। 2 লিটার ডিজেল ইঞ্জিনটি মোট 142 hp শক্তি এবং 200 Nm টর্ক তৈরি করতে সক্ষম। Shakib Al Hasan Car Collection : বাংলাদেশী ক্রিকেটার সাকিবের গ্যারাজে কী কী লাক্সারি গাড়ি আছে? দেখে হাঁ হয়ে যাবেন

এছাড়াও সাকিবের কাছে Audi এবং BMW এর কিছু গাড়ি রয়েছে। বিলাসবহুল গাড়িগুলোর প্রতিটির দাম কোটি টাকার কাছাকাছি। আর গাড়ির এই কালেকশন প্রমাণ করে তার গাড়ির প্রতি ভালবাসা কতখানি। উল্লেখ্য যে, তার মতো গাড়ির কালেকশন বাংলাদেশের অন্যান্য কোনো ক্রিকেটারের নেই।

About Author