Read In
Whatsapp
Car News

CNG গাড়িতেও থাকছে 210 লিটার বুট স্পেস! টাটার এই গাড়ি আপনার মন জয় করবে, দেখুন দাম

পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে মানুষের পছন্দ CNG গাড়ি। এক্ষেত্রে সমস্ত কিছুই ভালো হলেও সমস্যা গাড়ির বুট স্পেস নিয়ে। পিছনে ইয়াব্বড় সিলিন্ডার থাকার কারণে কোথাও গেলে বহুৎ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই সমস্যা নিয়ে কাজ চালাচ্ছে টাটা মোটরস। তারা এই সমস্যার সমাধান বের করে ফেলেছে।

টাটা মোটরস তাদের সিএনজি গাড়িতে একটির পরিবর্তে দুটি ছোট ছোট আকারের সিলিন্ডার দেওয়া শুরু করেছে। আর তাই বুট স্পেস একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকখানি। এই ফিচারস পাওয়া যায় Tata Altroz CNG গাড়িতে। দুর্দান্ত স্টাইলিশ গাড়িটির বুট স্পেস রয়েছে 210 লিটার। তাই লাগেজ নিয়ে দীর্ঘ রুটে যাতায়াত করাও বেশ সহজ হয়ে ওঠেছে।

Tata Altroz CNG তে আপনি 30 লিটারের দুটি সিলিন্ডার পেয়ে যাচ্ছে। কোম্পানির দাবী অনুযায়ী এই প্রথম কোনো গাড়িতে দুটি সিলিন্ডার দেওয়া হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, Altroz এর সিএনজি ভেরিয়েন্ট 26 কিমি/কেজি মাইলেজ দেয়। সাথে 7.0 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচারস এটিকে ইন্ডাস্ট্রি লিডিং গাড়ি বানিয়ে তোলে।

tata
tata

Tata Altroz XE CNG গাড়িটির বর্তমান এক্স শোরুম দাম 7.55 লক্ষ টাকা। 5 সিটার গাড়িটি মার্কেটে দেদার বিক্রি চলছে। তবে চাইলেই গাড়িটি কিনে আনতে পারবেন না আপনি, কারণ Altroz এ আপাতত 6 মাসের দীর্ঘ বিরতি কাল চলছে। অর্থাৎ আজ বুক করলে 6 মাস পর হতে পাবেন এই গাড়ি।

Back to top button