ভারতীয় বাজারে টু হুইলারের চাহিদা সবসময়ই বেশি। রাস্তায় বেরোলেই দেখতে পাবেন শয়ে শয়ে বাইক। আর বাইক যদি একটু বেশি মাইলেজ দেয় তাহলে তো পোয়াবারো। এমতাবস্থায় বাজাজের এমনই একটি শক্তিশালী বাইক রয়েছে যা মধ্যবিত্তের নাগালেই। বাজাজের CT110X এমন একটি বাইক 70 kmpl মাইলেজ দেয়।
বাইকটির ফিচার্সের কথা বললে, 115.45 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। ইঞ্জিনটি 8.6 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক জেনারেট করে। বাইকটির সর্বোচ্চ গত বেগ হবে 90 kmph। নিরাপত্তার জন্য বাইকটির সামনে এবং পেছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এটি রাইডারকে নিরাপদ রাখতে সাহায্য করে।
টায়ারের কথা বললে, Bajaj CT110X-এ রয়েছে টিউবলেস টায়ার। বাইকটি মূলত 4-স্পীড গিয়ারবক্স ইঞ্জিনের বাইক। বাইকটিতে টুইন পড এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। TVS Radeon, TVS Sport, Hero HF Deluxe এবং Hero Splendor Plus এর মত বাইকগুলিকে জোরদার টক্কর দিচ্ছে বাইকটি।
এইমুহুর্তে বাইকটি ম্যাট হোয়াইট গ্রিন, এবোনি ব্ল্যাক-রেড এবং ইবোনি ব্ল্যাক-ব্লু এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। এইমুহুর্তে বাইকটির প্রারম্ভিক মূল্য 59104 টাকা থেকে 67322 টাকা। বাইকটিতে একটি 11-লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজর্বার সেটআপ রয়েছে।
জানিয়ে রাখি, মাত্র 10,000 টাকা দিলেই নিজের নামে করে নিতে পারবেন আপনি। এতে 9.7 শতাংশ সুদে তিন বছরের ইএমআই করতে পারবেন আপনি। এর জন্য প্রতি মাসে 1931 টাকা দিতে হবে আপনাকে। আরও জানিয়ে রাখি, ডাউন পেমেন্ট এবং ঋণ প্রকল্পের সময়কাল পরিবর্তন করে মাসিক কিস্তি পরিবর্তন করা সম্ভব।