TRENDS
Advertisement

এবার মার্কেট দখল করতে কোমর বেঁধে নামছে Mahindra, বাজারে আসছে নতুন ইলেকট্রিক ভেহিকেল

দেশে গাড়ির বাজারে ক্রমাগত বাড়ছে SUV-র জনপ্রিয়তা। পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও। গ্রাহক চাহিদা মেটাতে বিভিন্ন কোম্পানি ইতিমধ্যেই একাধিক গাড়ি লঞ্চ করেছে। ভারতীয় রাস্তায় ছুটছে লাখ লাখ এসইউভি। Maruti Suzuki, Tata…

Published By: Ritwik | Published On:

দেশে গাড়ির বাজারে ক্রমাগত বাড়ছে SUV-র জনপ্রিয়তা। পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও। গ্রাহক চাহিদা মেটাতে বিভিন্ন কোম্পানি ইতিমধ্যেই একাধিক গাড়ি লঞ্চ করেছে। ভারতীয় রাস্তায় ছুটছে লাখ লাখ এসইউভি। Maruti Suzuki, Tata Motors, Mahindra থেকে শুরু করে Hyundai-সহ একাধিক সংস্থা বাজারে তাদের নতুন নতুন মডেল লঞ্চ করেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

তারমধ্যে কিছু কিছু মডেল তো দূর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় বাজারে। এরকমই একটি SUV হল, Mahindra-র নির্মীত Mahindra XUV700। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিক্রির হারের পরিসংখ্যান অনুযায়ী একটি বিরাট সেলস রেকর্ড করেছে এই সংস্থাটি। আর এবার খবর, Mahindra অদূর ভবিষ্যতে XUV700 ইলেকট্রিক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷

একথা আমরা সকলেই জানি যে, ভারতীয় UV নির্মাতা বেশ কিছুদিন আগে বৈদ্যুতিক SUV-এর কনসেপ্ট দেখিয়েছে। তালিকায় রয়েছে মহিন্দ্রাও। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজিত হয়েছিল গাড়িপ্রেমীরা। আর এবার সেই উত্তেজনা আরো খানিকটা বাড়িয়ে দিতে চলে এল, Mahindra XUV700 EV-র ফাইনাল ডিজাইন।

ডিজাইনের ক্ষেত্রে মহিন্দ্রা তার বর্তমান সংস্করণের সাথে অনেকটাই মিল রাখবে। তারমধ্যেও কিছু পরিবর্তন দেখতে পাবে গ্রাহকরা। এতে গ্রিলের একটি সেট থাকতে পারে। পাশাপাশি এতে গ্রিলের একটি ভিন্ন সেট, পাশে ইভি ব্যাজিং এবং পিছনের অংশে প্রসাধনী উপাদানগুলিতে কিছু পরিবর্তন থাকতে পারে।

যদি গুজবে কান দেওয়া হয় তাহলে মহিন্দ্রার এই বৈদ্যুতিক গাড়ি, মূল XUV.e8 প্রোটোটাইপ-র থেকে অনুপ্রাণিত, যা গত বছর যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছিল। এছাড়াও আপনি এখানে অ্যারোডাইনামিক অ্যালয় হুইল এবং প্রোডাকশন স্পেক ORVM দেখতে পারেন। এই উপাদানগুলির বেশিরভাগই প্রোটোটাইপে ছিল।

এবার মার্কেট দখল করতে কোমর বেঁধে নামছে Mahindra, বাজারে আসছে নতুন ইলেকট্রিক ভেহিকেল

সুত্রের খবর, আকর্ষণীয় ফিচার্স সহ এই গাড়িটির জন্য গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা। আগামী বছর অর্থাৎ 2024-র শেষ অথবা 2025 সালের শুরুর দিকেই বাজারে হিট করবে গাড়িটি। যদিও গাড়ির বাকি ফিচার্স সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

About Author