
মানুষ আজকাল বৈদ্যুতিক স্কুটার গুলোই বেশি পছন্দ করেছেন। এক্ষেত্রে বেশিরভাগ স্টার্টআপ কোম্পানি বাজারের অধিকাংশ ধরে রেখেছে। তবে প্রথাগত কোম্পানি গুলোও ধীরে ধীরে প্রতিযোগিতায় নেমেছে। এক্ষেত্রে TVS X এবং River Indie বড় প্রতিযোগী। কিন্তু আপনি নেবেন কোনটি?
Indie River
নিতুন এই স্মার্ট স্কুটারের গতি রয়েছে 90kmph। সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক সহ স্কুটারটির এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অন্যরকম লুক দেয়। শক্তিশালী 4 kWh ব্যাটারি প্যাক দীর্ঘ মাইলেজের জন্য আদর্শ। একবার সম্পূর্ন চার্জে গাড়িটি মোট 120 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।
1.25 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে আসে স্কুটারটি। একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে স্কুটারটি। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কম্বাইনড ব্রেকিং সিস্টেম। যা উভয় চাকাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। টুইন LED হেডল্যাম্প সহ গাড়িটির লুক আপনাকে আকর্ষণ করতে বাধ্য। দীর্ঘ যাত্রায় আপনাকে সাহায্য করবে Indie River এর 43 লিটারের স্টোরেজ স্পেস, যা স্কুটারের সিটের নীচে অবস্থিত।
TVS X
এই স্কুটারে শক্তিশালী 4.44 kWh ব্যাটারি প্যাক দেখতে পাবেন আপনি। 12 ইঞ্চি অ্যালয় হুইল সহ শক্তিশালী মোটরের সাহায্যে মাত্র 4.5 সেকেন্ডেই 60 কিমির গতিতে পৌঁছে যায় স্কুটারটি। একবার ফুলচার্জে স্কুটারটি মোট 140কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। অ্যালুমিনিয়াম টুইন-স্পার ফ্রেম সহ স্কুটারটির এক্স-শোরুম দাম 2.49 লক্ষ টাকা।