Read In
Whatsapp
Electric Vehical

80,000 টাকা বাজেটে 8 বছরের ওয়ারেন্টির সুবিধা! ওলার নতুন স্কুটার ঝড় তুলেছে বাজারে

একেরপর এক দুর্দান্ত সব বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেই চলেছে Ola Electric। কিছুদিন আগেই S1 Pro Gen 2 লঞ্চ করেছিল সংস্থাটি। Ola S1X সিরিজ আসে তার পরই। এবার সেই S1X সিরিজের সবচেয়ে শক্তিশালী স্কুটার লঞ্চ করল কোম্পানি। মাইলেজ যেমন লম্বা পাওয়া যাবে তেমনই দাম থাকছে সাধ্যের মধ্যেই। আবার ডিজাইনও বেশ আকর্ষণীয়। ব্যাটারির ওপর থাকছে 8 বছরের ওয়ারেন্টি এবং আরো কতকি! চলুন তাহলে জানাই এই নিয়ে।Olafourkwh1706880970290

Ola S1X লঞ্চ হয়েছে গত বছর আগস্ট মাসে। এবার সেই স্কুটারের সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়েন্ট, যা কিনা 4kWh ব্যাটারি প্যাকের সাথে আসে সেইটি লঞ্চ করল। আগামী এপ্রিল মাস থেকেই স্কুটারটির ডেলিভারী শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারিতে বুকিং শুরু হয়েছে। সংস্থার দাবী S1X সিরিজের নতুন স্কুটারটি মাত্র 3.3 সেকেন্ডেই শুন্য থেকে 40kmph গতিতে পৌঁছে যেতে সক্ষম।

S1X ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি থাকছে 90 কিমি প্রতি ঘণ্টা। উল্লেখ্য যে, 4kWh ছাড়াও S1X 3kWh এবং 2kWh, এই দুই ব্যাটারি প্যাকের সাথেও উপলব্ধ। ফিচারস এবং সর্বোচ্চ গতি একই থাকছে S1X সিরিজে, কেবলমাত্র ফারাক রয়েছে স্কুটারের ব্যাটারি প্যাকে। টপ ভ্যারিয়েন্ট (4 kWh ব্যাটারি প্যাক) এর এক্স শোরুম দাম রয়েছে 1,09,999 টাকা এবং বেস মডেলটির দাম 79,999 টাকা।

Ola S1x Main 1692164473489

উল্লেখ্য যে, নতুন S1X স্কুটারে থাকছে 8 বছর অথবা 80,000 কিমির ওয়ারেন্টি! আর এই ওয়ারেন্টির জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করারও দরকার নেই। এছাড়া মাত্র 4999 টাকা খরচ করে ওয়ারেন্টি বাড়িয়ে নিতে পারেন 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত। 13,999 টাকা খরচ করলে এই ওয়ারেন্টি বেড়ে দাঁড়াবে 1.25 লক্ষ কিমি।

নতুন স্কুটার লঞ্চ হওয়ার সাথে সাথে Ola তাদের চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ নিয়েও বড় কাজ করছে। কোম্পানির দাবী, আগামী তিন মাসের মধ্যে চার্জিং পয়েন্ট 1000 থেকে বাড়িয়ে করা হবে 10,000। এছাড়া After Sales পরিষেবা আরো বাড়িয়ে তুলতে আগ্রহী কোম্পানি। বর্তমানে সারাদেশের বিভিন্ন জায়গায় 414টি সার্ভিস সেন্টার রয়েছে তাদের, আগামী এপ্রিলের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 600 করার লক্ষ্যে রয়েছে Ola electric।

Back to top button