
বাজাজ অটোমোবাইল তাদের পোর্টফোলিওকে আরো বড় করে তুলতে একগুচ্ছ নতুন স্পোর্টস বাইক নিয়ে আসছে। 200 থেকে 250 সিসির সেগমেন্টে বাইক নিয়ে আসার পর এবার 180 সিসির Pulsar P170 নিয়ে আসতে চলেছে তারা। দামের হিসেবে বিভিন্ন সেগমেন্টে এসেছে নানান Pulsar, তাই পুজোর আগে নিজেদের বাজার শক্ত করতে 180 সিসির নতুন P170 নিয়ে হাজির তারা।
নতুন বাইকটি একাধিক বাইকপ্রেমীর ভারী পছন্দ হয়েছে। স্পোর্টস সেগমেন্টের নতুন বাইকটির ফিচারস এবং দাম দেখে নিন নীচে
ইঞ্জিন: Bajaj Pulsar P170 তে শক্তিশালী 180cc ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সেটি মোট 16.7bhp শক্তি এবং 14.52 Nm পিক-টর্ক তৈরি করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্স সহ P170 তে 45 কিমির মাইলেজও পেয়ে যাবেন আপনি।
ডিজাইন: Bajaj Pulsar P170 তে স্পোর্টি লুক থাকছে। লম্বা এবং পাতলা জ্বালানী ট্যাঙ্কের সাথে স্মুথ এরোডাইনামিক ডিজাইন সহ বাইকটিতে টুইন-পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং LED টেইল ল্যাম্পও পাবেন। সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। যা মসৃণ এবং আরামদায়ক রাইড নিশ্চিত করে।
ফিচারস: 17-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেক সহ ইউএসবি চার্জার এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচারস পেয়ে যাবেন। চমৎকার ব্রেকিং কর্মক্ষমতার কারণে রাইডাররা দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন। শক্তিশালী ইঞ্জিন, স্পোর্টি ডিজাইন এবং উন্নত পারফরম্যান্সের কারণে বাজারে ভালই সাড়া ফেলবে বাইকটি।
দাম: এখনো দাম ঘোষণা হয়নি যদিও, তবে আশা করা যাচ্ছে যে বাইকটির এক্স শোরুম দাম থাকবে 1.5 লক্ষ টাকা।