বিগত সময়ে মানুষ পরিবেশ সচেতন হওয়ায় বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। আর বাজার বুঝে প্রায় প্রতিটি কোম্পানি তাদের EV নিয়ে এসেছে বাজারে। পশ্চিমা বিশ্বে টেসলা বিরাট বড় বাজার বানিয়ে নিয়েছে আবার ভারতে EV মার্কেটের ১৪ আনাই টাটা মোটরসের কাছে। কিন্তু ভারতের বাজারে ভাগ বসাতে এবার সেখানে দুর্দান্ত একটি গাড়ি লঞ্চ করেছে MG Motors।
MG comet এর পর আরো একখানা গাড়ি লঞ্চ করেছে MG Motors। নয়া গাড়িটিও EV এবং বাজারে MG ZS 2023 লঞ্চ হয়েছে 27.89 লক্ষ টাকায় (এক্স-শোরুম)। মোট চারটি রঙে লঞ্চ হয়েছে গাড়িটি। যার মধ্যে রয়েছে গ্লেজ রেড, অরোরা সিলভার, স্টারি ব্ল্যাক এবং ক্যান্ডি হোয়াইট। দূর্দান্ত ফিচার এবং উন্নত সুরক্ষার সাথে লঞ্চ হয়েছে গাড়িটি।
গাড়িতে Autonomous Level-2 (ADAS)-এর সাপোর্ট রয়েছে। ফলে আপনি অটোমেটিক পার্কিং সহ একাধিক মডার্ন ফিচার পেয়ে যাচ্ছেন। সুরক্ষার জন্য রয়েছে ট্র্যাফিক জ্যাম অ্যাসিস্ট, ফরোয়ার্ড অ্যালার্ট, স্পিড সিস্টেম অ্যালার্ট, ক্রুজ কন্ট্রোল এবং লেন ফাংশন। গাড়িতে 360 ডিগ্রী ক্যামেরার সাথে পার্কিং সেন্সরও দিয়েছে MG। সুরক্ষার জন্য ছয়টি এয়ারব্যগ রয়েছে গাড়িতে।
MG ZS EV কে ক্ষমতা যোগাচ্ছে একটি 50.3 kWh ব্যাটারি। একবার চার্জেই সেটি 461 কিমি অবধি যেতে পারে। পারফরম্যান্সের কথা বললে গাড়িটি মোট 173hp শক্তি উৎপন্ন করতে পারে। সেই কারণে মাত্র 8.5 সেকেন্ডেই শুন্য থেকে 100 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে যায় গাড়িটি। সাথে এখানে মোট 8 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে MG মোটরস।
MG ZS EV গাড়িতে 17 ইঞ্চির টমাহক অ্যালয় হুইল লাগানো রয়েছে। যেটি কিনা মোট তিনটি ভ্যারিয়েন্টে আসে, এগুলো হলো এক্সাইট, এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ প্রো। গাড়িতে লাগানো রয়েছে বেশ বড় 10.1-ইঞ্চর টাচস্ক্রিন এবং 7 ইঞ্চির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া গাড়ির ডিজিটাল কী তে 75টি ফিচারের সুবিধা রয়েছে। এছাড়া উন্নত পরিষেবার মধ্যে সানরুফ, এসি, মিউজিক, নেভিগেশন এবং আরও অনেক ফিচার পেয়ে যাবেন আপনি।