TRENDS
Advertisement

Punch-র পাঞ্চিংয়ে কুপোকাত Maruti Suzuki! বিক্রির নতুন রেকর্ড Tata-র এই গাড়িটির

সুরক্ষা হোক কি পারফরম্যান্স, সবেতেই টপ ক্লাস Tata Punch, এবার সেটিই বিক্রির ক্ষেত্রে রয়েছে সবার থেকে এগিয়ে

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে টাটা মোটরসের গাড়িকে খুবই নির্ভরযোগ্য বলে মনে করা হয়। সুইডিশ চাইনিজ কোম্পানি Volvo কে যেমন খুবই নির্ভরযোগ্য বলে মনে করা হয় সেরকমই টাটা মোটরসের গাড়িগুলোও সুরক্ষার ক্ষেত্রে একই মহারথ হাসিল করেছে। আর সেকারণে মানুষের ভরসা জিততেও সফল হয়েছে তারা। Punch-র পাঞ্চিংয়ে কুপোকাত Maruti Suzuki! বিক্রির নতুন রেকর্ড Tata-র এই গাড়িটির

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টাটা মোটরস আগস্ট মাসে মোট 45,515 টি গাড়ি বিক্রি করেছে। আর এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে টাটা পাঞ্চ (Tata Punch)। সেটি 14,523 ইউনিট বাজারে এসেছে। এরপর রয়েছে Tata Tiago। সেটি মোট 9453 ইউনিট বিক্রি করেছে টাটা মোটরস। তৃতীয় স্থান অধিকার করেছে Nexon। গাড়িটি মোট 8049 ইউনিট বিক্রি হয়েছে।
Punch-র পাঞ্চিংয়ে কুপোকাত Maruti Suzuki! বিক্রির নতুন রেকর্ড Tata-র এই গাড়িটির

এখানে বলে রাখা ভালো যে, Tata Punch কিন্তু আজ নয় বহুদিন ধরেই দারুণ বিক্রি চলছে। গত বছর আগস্ট মাসেও 12,006 টি Punch বিক্রি করে তারা। এছাড়া 9463 ইউনিট Tiago এবং 8049 ইউনিট Nexon বিক্রি হয়। উল্লেখ্য, Tiago বাদ দিলে Nexon এবং Punch, উভয়ই 5 Star G-Ncap রেটিংয়ের সাথে আসে। Tiago গাড়িটিও 4 Star নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। Punch-র পাঞ্চিংয়ে কুপোকাত Maruti Suzuki! বিক্রির নতুন রেকর্ড Tata-র এই গাড়িটির

চলুন দেখে নেওয়া যাক কেমন ফিচারস রয়েছে সেখানে।

পেট্রোল এবং সিএনজি উভয় সংস্করণের সাথেই বাজারে আসে Punch। বর্তমানে Punch এর Ex-Showroom দাম শুরু হচ্ছে 7.10 লক্ষ টাকা থেকে। CNG ভার্সনে গাড়িটি মাইলেজ রয়েছে 26.99 কিমি/কেজি। এখানে 7 ইঞ্চি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল সমেত অটোম্যাটিক হেডলাইট এবং সানরুফের ফিচারসও পেয়ে যাবেন।

Punch-র পাঞ্চিংয়ে কুপোকাত Maruti Suzuki! বিক্রির নতুন রেকর্ড Tata-র এই গাড়িটির

টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 187 মিমি। পাঞ্চে রয়েছে শক্তিশালী 1.2-লিটার ক্ষমতার পেট্রোল ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি মোট 88 PS শক্তি এবং 115 Nm টর্ক জেনারেট করে। নিরাপত্তা এবং আকর্ষণীয় অ্যালয় হুইলের সাথে এয়ারব্যাগও দেখতে পাবেন আপনি। মোট চারটি ভেরিয়েন্ট রয়েছে Tata Punch এর।

About Author