TRENDS
Advertisement

আড়াই ঘন্টা চার্জ দিলেই ছুটবে 130 কিমি, বাজার কাঁপাতে ধুমধাড়াক্কা ই-স্কুটার আনছে Honda! দাম কত?

130 কিমি রেঞ্জ সহ বাজারে আসছে নতুন ইলেকট্রিক Dio, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক যানবাহনের রমরমা শুরু হয়েছে বাজারে। এতদিনের প্রতিষ্ঠিত কোম্পানিগুলো যেন কিছুটা হলেও এই বাজারে ম্রিয়মাণ হয়ে পড়ে বিভিন্ন স্টার্টআপের সামনে। কিন্তু ধীরে ধীরে বড় বড় কোম্পানিগুলোও বাজারে উন্নতমানের বৈদ্যুতিক স্কুটার, বাইক ইত্যাদি নিয়ে আসছে। আর জাপানিজ বিখ্যাত কোম্পানি Honda যে বেশিদিন এই বাজার থেকে দূরে থাকবেনা তা আর বলার অপেক্ষা নেই। আড়াই ঘন্টা চার্জ দিলেই ছুটবে 130 কিমি, বাজার কাঁপাতে ধুমধাড়াক্কা ই-স্কুটার আনছে Honda! দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে Honda Motors এখনো কোনো বৈদ্যুতিক স্কুটার অথবা বাইক নিয়ে আসতে পারেনি বাজারে। অন্যদিকে TVS এই বাজারে একপ্রকার সাড়া ফেলে দিয়েছে উন্নতমানের বাইক এবং স্কুটার নিয়ে এসে। সদ্যই খবর আসছে Honda তাদের জনপ্রিয় Dio স্কুটারটির বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে পারে বাজারে।

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, Honda Dio Ev 2024 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে বাজারে আসবে। এছাড়া এও শোনা যাচ্ছে যে, সেখানে 4.5 kWh ব্যাটারি ক্ষমতা সহ 130 কিমির রেঞ্জ পায়। সাথে 6.30 ঘণ্টা থেকে 8 ঘণ্টা চার্জিং টাইম রয়েছে। তবে ফাস্ট চার্জিংয়ের কারণে মাত্র 2.30 ঘণ্টায় সেটি চার্জ হয়ে যাবে।
আড়াই ঘন্টা চার্জ দিলেই ছুটবে 130 কিমি, বাজার কাঁপাতে ধুমধাড়াক্কা ই-স্কুটার আনছে Honda! দাম কত?

Honda Dio Ev তে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্যাটারি ইন্দিকেটর, স্পিড ইন্ডিকেটর, ইত্যাদি সুবিধা থাকবে। এছাড়াও আরো নানান ফিচারস দেওয়া হবে Honda এর তরফে। যা ব্যাবহারকরীদের দারুণ অভিজ্ঞতা দেবে। উল্লেখ্য সমস্ত তথ্য জানা না গেলেও প্রাপ্ত খবর অনুযায়ী বৈদ্যুতিক স্কুটারটির দাম থাকতে পারে 1.10 লক্ষ টাকা। যদিও লঞ্চ হওয়ার আগে কিছুই নিশ্চিৎ করে বলা সম্ভব নয়।

About Author