Read In
Whatsapp
Electric Vehical

Ola S1 Air নাকি S1X+, কোন স্কুটার আপনার জন্য উপযুক্ত? দাম ও ফিচার্স দেখে বুঝে নিন

ভারতের বাজারে দীর্ঘ সময় টিকে থাকতে লম্বা স্কুটার লাইনআপ নিয়ে হাজির Ola। 28 শে জুলাই লঞ্চ হয়েছে নতুন Ola S1 Air। গাড়িটির জন্য বুকিংও শুরু হয় তার কিছুদিন পরই। শুরুতে বুকিং অফারও হিসেবে 10,000 টাকার ছাড়ের ঘোষণা করে ওলা।

বর্তমানে বাজারে S1 Air এর পাশাপাশি S1X, S1X Plus সহ S1 Pro এর 2nd Gen ও চলে এসেছে। দুর্দান্ত রেঞ্জ, শক্তিশালী ইঞ্জিন এবং ক্ষমতাশালী ব্যাটারি সমেত বাজারে আসে স্কুটারগুলো। চলুন কী কী ফিচারস রয়েছে দেখে নিন।

S1 Air গাড়িটিতে শক্তিশালী 3 kWh ব্যাটারি ক্ষমতার সাথে 125 কিলোমিটারের একটি চিত্তাকর্ষক রেঞ্জ দেয়। শুধু তাই না, সর্বোচ্চ 90 কিমি/ঘন্টার টপ স্পিড রয়েছে সেখানে। আসলে S1 এবং S1 Pro er দুর্দান্ত সাফল্যের পর এই গাড়িটিকে বাজারে এনেছে Ola। তাদের লক্ষ্য, দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারকে আরো বড় করে তোলা।

Ola’র S1 লাইনআপ, S1 Pro, S1, Pro Gen 2, S1X এবং S1 Air এর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং অতুলনীয় কর্মক্ষমতা সহ স্লিক ডিজাইনের সাথে আসে। S1 Air এর 2700 ওয়াটের মোটর মাত্র 4.3 সেকেন্ডেই গাড়িটিকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে দেয়। শুধু তাই না, Ola টানা তিন ত্রৈমাসিকেরও বেশি সময় ধরে টু হুইলার EV সেগমেন্টে বিক্রির নিরীখে শীর্ষে থাকার একটি দারুন রেকর্ড ধরে রেখেছ!

Ola S1 X এবং X+ এর সামনের ছোট আকারের LED আলো রয়েছে। একইসাথে লাইটটি শক্তিশালী হওয়ার সাথে সাথে বৈদ্যুতিক স্কুটারের সুবিন্যস্ত নকশাকে হাইলাইট করে। উল্লেখ্য , Ola S1 X এবং Ola S1 X+ এর সামনের 3.5 ইঞ্চি এবং 5 ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন।

Ola S1 Air, Ola S1 X এবং Ola S1 X+ এর দাম দেখে নিন :-

Ola S1 Air – 1,19,999/-
Ola S1 X (2 kWh) – 89,999/-
Ola S1 X (3 kWh) – 99,999/-
Ola S1 X+ – 1,09,999/-

Back to top button