Read In
Whatsapp
Car News

লঞ্চ হয়ে গেল Honda এর নতুন SUV, দেখে নিন কত দামে এবং কেমন ফিচারসের সাথে আসছে নতুন Elevate

সেলসের রেকর্ড জানাচ্ছে ভারতের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ গাড়িই SUV। এমতাবস্থায় Honda এই বাজার থেকে বেশিদিন দূরে না থেকে নতুন Elevate গাড়ির মাধ্যমে বাজার জমিয়েছে। ভারতের বাজারে বেশ কিছু সময় পর SUV নিয়ে এসেছে Honda Motors। Elevate এর মাধ্যমে Honda চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে KIA, Maruti Suzuki, Hyundai, Tata এবং Mahindra এর মতো কোম্পানির দিকে। কিন্তু কেমন এই Elevate গাড়িটি?

প্রথমেই জানিয়ে দিই যে, গত মাসে গাড়িটি প্রকাশ্যে এলেও 4 সেপ্টেম্বর সেটির আসল দাম এবং বুকিং শুরু হয়েছে। আর শুরুতেই বড় সংখ্যক গ্রাহকের ভারী পছন্দের হয়ে ওঠেছে এটি। নিচে দাম, মাইলেজ এবং একাধিক ফিচারসের বিষয়ে বিশদে জানানো হচ্ছে।

ইঞ্জিন ও মাইলেজ : Honda Elevate SUV তে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। বাজার চলতি অন্যান্য গাড়ির থেকে Elevate এর ইঞ্জিন অনেকখানি আলাদা। 119.35 Bhp শক্তির সাথে 145 Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। Honda Elevate SUV টির ম্যানুয়াল ভার্সনে 15.31 কিলোমিটার এবং অটোমেটিক ভার্সনে 16.92 কিলোমিটার জ্বালানি দিতে পারে।

ফিচারস এবং নিরাপত্তা বৈশিষ্ট্য: 10.25 ইঞ্চি টাচস্ক্রিন, 6টি এয়ারব্যাগ, সিঙ্গেল পেন সানরুফ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), সফট-টাচ ড্যাশবোর্ড, ডুয়াল টোন থিম ইত্যাদি সুবিধা মিলবে। 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। ভারতে মোট 4টি ভেরিয়েন্টের আসবে গাড়িটি।

Honda Elevate গাড়িটিতে লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, রোড ডিপার্চার মিটিগেশন সিস্টেম, লিড কার ডিপার্চার নোটিফিকেশন, লেনওয়াচ, ভেহিকল স্ট্যাবিলিটি অ্যাসিস্ট এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যালে মতো আধুনিক ফিচারস রয়েছে। শুধু এছাড়া হিল স্টার্ট অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর এবং রিয়ার সিট রিমাইন্ডারের ফিচারসও দেখতে পাবেন গাড়িতে।

দাম: মোট 4 টি ভেরিয়েন্ট SV, V, VX এবং ZX এ বিক্রি হচ্ছে Elevate। বিভিন্ন ফিচারসের ভিন্নতার কারণে পার্থক্য এসেছে গাড়িটিতে। Elevate এর প্রারম্ভিক দাম রয়েছে 10.99 লক্ষ টাকা। আর এই দামে গাড়িই যে সমস্ত ফিচারস নিয়ে আসে তা বড় চ্যালেঞ্জ জানায় MG Astor কে। এছাড়াও হুন্ডাই ক্রেটা, মারুতি ভিটারা, টয়োটা হাইরাইডার, কিয়া সেল্টোস সহ একাধিক গাড়ির বাজারেও ধ্বস নামাতে পারে Honda Elevate।

Back to top button