TRENDS
Advertisement

বৃষ্টিতে বিকল হয়েছে গাড়ির ইঞ্জিন, চিন্তায় পড়েছেন কীভাবে পাবেন বীমার টাকা? জেনে নিন খুঁটিনাটি

রাজ্যে তথা দেশে এখন জোরদার বর্ষা চলছে। টানা বৃষ্টির কারণে দেশজুড়ে এখন বন্যার পরিস্থিতি। কোথাও রাস্তা প্লাবিত হয়েছে,কোথাও আবার জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে রাস্তা। এমতাবস্থায় মানুষের একটাই চিন্তা থাকে।…

Published By: Ritwik | Published On:

রাজ্যে তথা দেশে এখন জোরদার বর্ষা চলছে। টানা বৃষ্টির কারণে দেশজুড়ে এখন বন্যার পরিস্থিতি। কোথাও রাস্তা প্লাবিত হয়েছে,কোথাও আবার জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে রাস্তা। এমতাবস্থায় মানুষের একটাই চিন্তা থাকে। ভারি বৃষ্টির কারণে গাড়ির ক্ষতি হলে বিমা কোম্পানি কি ক্ষতিপূরণ দেবে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রসঙ্গত উল্লেখ্য, গাড়ি বিমা নেওয়া থাকলে কোন দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। তবে সেক্ষেত্রেও কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন‌। কারণ অনেক সময়ই দেখা যায়, বীমা করা থাকলেও কিছু ভুল ত্রুটির কারণে বীমার টাকা পাওয়া যায়না। তবে যদি এই বিষয়গুলি মাথায় রাখেন তাহলে বীমার টাকা দাবি করতে কোন সমস্যায় পড়বেন না।

বীমা নেওয়ার সময় শুধু দুর্ঘটনার কথা ভাববেন না : প্রথমেই বলি, গাড়ির বীমা নেওয়ার সময় কেবলমাত্র চুরি বা ক্ষতির কথা ভেবে বীমা করবেননা। পাশাপাশি বন্যা এবং এই ধরণের প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবেও বীমা করাবেন। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পেতে পারেন।

বাজারে একাধিক বীমা পলিসি রয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগের ফলে গাড়ির যে ক্ষতি হয় তা কভার করে। উদাহরণস্বরূপ, ভারী বৃষ্টি ও বন্যার তাণ্ডবে বিভিন্ন রাজ্যে গাড়ি ডুবে বা ভেসে যাওয়া, জলে গাড়ি আটকে থাকলে তার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। তাই এবার থেকে বীমা করানোর সময় সমস্তটা ভেবে বীমা করাবেন।

যে পলিসি বাছবেন : এমন বীমা করাবেন যাতে গাড়ির ইঞ্জিনের কভার থাকে। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে ইঞ্জিনের যে ক্ষতি হয় তাকে বলে হাইড্রোস্ট্যাটিক লক। বীমা কোম্পানি সচরাচর এই ক্ষতিপূরণ দেয়না। তবে ১৯৮৮ সালের মোটর আইন অনুযায়ী, , বৃষ্টি, ঝড় বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে গাড়ির যে ক্ষতি হয় তা বীমার আওতায় পড়ে।

বিশেষ বিমা (কম্প্রিহেনসিভ ইনসিওরেন্স) : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন, ঝড়, ঘূর্ণিঝড়, ঝড় এবং শিলাবৃষ্টি, বৃষ্টি বা বন্যায় গাড়ির যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই নীতি অনুযায়ী দুটি শর্ত রয়েছে যথাক্রমে, অন ড্যামেজে কভার এবং থার্ড পার্টি কভার। প্রথমটি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে গাড়ির ক্ষতির কভার করে এবং সেই অর্থ প্রদান করে।

যেভাবে বিমার ক্লেইম পাবেন : সংশ্লিষ্ট বীমা কোম্পানির টোল-ফ্রি নম্বরে নিজের পলিসি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। কোম্পানির ওয়েবসাইটে ক্লেইম ফর্ম পেয়ে যাবেন। সেটি পূরণ করে জমা দিন। সংস্থার তরফ থেকে লোক পাঠানো হতে পারে অথবা ভিডিও সার্ভের মাধ্যমে গাড়িটি পরীক্ষা করা হবে। গাড়ি চেক করা হয়ে গেলে বীমার অর্থ পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই গাড়ির সমস্ত কাগজপত্র সাথে রাখুন।

About Author