
বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। বৈদ্যুতিক গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। সুইডেনের বিখ্যাত Volvo কোম্পানি (বর্তমানে চাইনিজ) তাদের নতুন Volvo C40 লঞ্চ করেছে ভারতের বাজারে।
সুরক্ষার বিয়য়ে অতি-তৎপর এই সুইডিশ চাইনিজ কোম্পানি। বছরের পর বছর ধরে সুরক্ষার ক্ষেত্রে গাড়ির মার্কেটে নিজেদের প্রতিষ্ঠা করেছে Volvo। আকর্ষণীয় শক্তি এবং ফিচারস দেখা যায় গাড়িটিতে। বিলাসবহুল এই গাড়িতে রয়েছে শক্তিশালী ব্যাটারি প্যাক, যা রেকর্ড দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
5 সেপ্টেম্বর থেকে গাড়িটির বুকিং শুরু হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে বুক করতে পারেন। এসইউভি-কুপ স্টাইলের বৈদ্যুতিক গাড়িটির ডেলিভারী শুরু হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। উল্লেখ্য, C40 রিচার্জের আগে Volvo তাদের XC 40 রিচার্জ গাড়িটি বাজারে লঞ্চ করে। একইসাথে পেট্রোল ভার্সনেও উপলব্ধ রয়েছে XC 40।
C40 রিচার্জ দেখতে অনেকটা তার SUV ভার্সন XC 40 Recharge এর মতোই। কিন্তু এখানে পিছনের দিকে কুপ-স্টাইল ফিনিশ দিয়ে কিছুটা আলাদা চেহারা দেওয়া হয়েছে। গাড়িতে টেলগেট এবং টেইল-ল্যাম্পকেও নতুনভাবে ডিজাইন করা হয়েছে। আগের তুলনায় নতুন টেল ল্যাম্পগুলি বেশ পাতলা।
C40 রিচার্জে Volvo এর অন্যান্য SUV মডেলের মতোই LED ডে-টাইম রানিং ল্যাম্প দেওয়া হয়েছে। যেখানে সামনের বাম্পার, হুড এবং দরজা ইত্যাদি সবকিছু আগের মডেলের মতোই থাকবে। ডুয়াল-টোন 19-ইঞ্চির অ্যালয় হুইলও পাবেন আপনি। উল্লেখ্য, C40 Recharge এ মোট 530 কিমির রেঞ্জ পেয়ে যাবেন আপনি।