TRENDS
Advertisement

Royal Enfield Hunter 350 VS Royal Enfield Meteor 350, দামের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন পার্থক্য

Hunter নাকি Meteor, কোনটা নেবেন আপনি? দেখে নিন তুল্যমূল্য পার্থক্য

Published By: Ritwik | Published On:

বর্তমানে ভারতের তরুণ প্রজন্মের কাছে ক্রুজার বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। আর এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ প্রিয় Royal Enfield। তরুণদের কথা মাথায় রেখে সংস্থাটি নিজেদের Hunter বাইকটি নিয়ে আসে। গাড়িটি আপাতত বেশ পছন্দের হয়ে ওঠেছে মানুষের মধ্যে। কিন্তু Hunter 350 নাকি Meteor 350, কোন বাইকটি কিনবেন আপনি ?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

রয়্যাল এনফিল্ড হান্টার 350Royal Enfield Hunter 350 VS Royal Enfield Meteor 350, দামের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন পার্থক্য

নতুন এই মোটরসাইকেলে রয়েছে 17 ইঞ্চির বড়অ্যালয় হুইল। কোম্পানি দাবি এই বাইকে মাইলেজ রয়েছে 36.2 kmpl। ইঞ্জিন ক্ষমতাও মন্দ নয়। বাইকে মোট 27 Nm টর্ক উৎপন্ন করে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সমেত বাইকটিতে USB পোর্ট, ট্রিপার পড, 5-স্পীড গিয়ারবক্স সাসপেনশন এবং 17-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

Hunter এ টিউবলেস টায়ার সহ 349.34 সিসির ইঞ্জিন রয়েছে। রয়্যাল এনফিল্ড হান্টার 350 এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। Hunter এর এক্স-শোরুম প্রারম্ভিক মূল্য 1.50 লক্ষ টাকা।Royal Enfield Hunter 350 VS Royal Enfield Meteor 350, দামের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন পার্থক্য

Royal Enfield Meteor 350

Royal Enfield Hunter 350 VS Royal Enfield Meteor 350, দামের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন পার্থক্য

এই বাইকে 349 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মোট 20.2 hp শক্তি এবং 27Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির মোট ওজন 191 কেজি। Royal Enfield Meteor 350 তে 15 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। দীর্ঘ যাত্রায় যা বেশ কাজে আসে।Royal Enfield Hunter 350 VS Royal Enfield Meteor 350, দামের বিচারে কোন বাইকটি সেরা? দেখে নিন পার্থক্য

Royal Enfield Meteor 350 ক্রুজার বাইকটি তিনটি ভেরিয়েন্ট এবং 13টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। Meteor কিন্তু Hunter এর থেকে বেশ দামী। কারণ হান্টার এর দাম যেখানে 1.5 লক্ষ টাকার আশেপাশে, সেখানে Meteor এর দাম শুরুই হচ্ছে 2.04 লক্ষ টাকা থেকে।

About Author