TRENDS
Advertisement

দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানি

বিলাসবহুল গাড়ির বাজার ধীরে ধীরে আরো বড় হচ্ছে, আগস্ট মাসে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই গাড়িগুলো

Published By: Ritwik | Published On:

দেশের অন্দরে গাড়ির বাজার ক্রমশ বড় হওয়ার কারণে বাজেট, মিড বাজেট, প্রিমিয়াম এবং লাক্সারি সমস্ত সেগমেন্টেই রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি হয়। আগস্ট মাসে প্রিমিয়াম গাড়ির বিক্রির সংখ্যা আবার আগের থেকে বহুলাংশে বেড়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কিন্তু জানেন কি ভারতের সেরা লাক্সারি ব্র্যান্ড কোন গুলি? জুন মাসে কোন বিলাসবহুল গাড়ির বেশি বিক্রি হয়েছে তার ওপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়েছে। FADA অর্থাৎ Federation of Automobile Dealers Association এর তরফে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর এই তালিকা।

1) Mercedes Benz : দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিভারতের নম্বর ওয়ান বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডে পরিণত হয়েছে মার্সিডিজ। গত জুন মাসে তারা 1021 টি গাড়ি বিক্রি করেছে ভারতীয় বাজারে।

2) BMW : bmwদ্বিতীয় স্থানে রয়েছে আরেক জার্মান গাড়ি নির্মাতা সংস্থা। সামান্যর জন্য প্রথম স্থান মিস হয়ে গেল BMW এর, তাদের মোট বিক্রী হওয়া গাড়ির সংখ্যা 1017। গত জুলাই মাসে সামান্য পিছিয়ে থাকলেও এবার পার্থক্য আর নেই বললেই চলে।

3) Jaguar Land Rover : দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিতৃতীয় স্থানে রয়েছে টাটাদের বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড Jaguar Land Rover। গত মাসে Land Rover মোট 237 টি গাড়ি বিক্রি করেছে।

4) Volvo : দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিঅনেকেই হয়তো জানেন না কিন্তু বর্তমান সময়ে Volvo আদতে একটি চাইনিজ সংস্থা। তবে এখনো তারা নিজেদের সেফটি এবং সুরক্ষার জন্য বিশ্বখ্যাত। জুন মাসে মোট 145 টি ভলভো বিক্রি হয়েছে ভারতীয় মার্কেটে।

5) Audi : দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিএই জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটিও রয়েছে টপ সেলিং গাড়ির তালিকায়। মোট 79 টি গাড়ি বিক্রি করে তারা রয়েছে পঞ্চম স্থানে।

6) Porsche : দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিসপ্তম স্থান থেকে 6 এ উঠে এসেছে Porsche। আগস্ট মাসে এই ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি বিক্রির অংক 75।

দেশের শীর্ষ 6 বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড এগুলিই, তালিকায় ভারত এবং চিনের একটি করে কোম্পানিএই ছয়টি কোম্পানিই বিলাসবহুল গাড়ির অধিকাংশ বাজার ধরে রেখেছে। এছাড়াও Lexus, Aston Martin এর মত কোম্পানিও মোটামুটি ভালো অংকের গাড়ি বিক্রি করে দেশের অন্দরে।

About Author