TRENDS
Advertisement

প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

প্রথমবারের জন্য গাড়ি তো কিনেছেন, কিন্তু কোন বীমা কিনবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি? আপনাদের জন্য তাই আমরা আজ নানাবিধ Insurance এর খবর নিয়ে এলাম

Published By: Ritwik | Published On:

গাড়ী কেনা আজও অনেকটা স্বপ্নের মতই। কলেজ জীবন থেকেই নিজের গাড়ির স্বপ্ন দেখতে থাকে তরুণ তরুণীরা। আর সেই স্বপ্ন সত্যি হওয়ার পর সুখের সীমা থাকেনা। অবশ্য কিছুদিন চলার পর জ্বালানি এবং মেইনটেন্যান্সের খরচে নাভিশ্বাস উঠতে শুরু করে দেয়! বৈদ্যুতিক গাড়ি অবশ্য সেই সমস্যা দূর করেছে।প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গাড়ি কিনলে বীমা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনাদের জানিয়ে দিই যে, বীমা কিন্তু অত্যাবশ্যক। কিন্তু জানেন কি কত ধরণের বীমা হয় এবং সেগুলো কীভাবে কাজে লাগে? চলুন আজ জানাচ্ছি আপনাদের।

প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

Third Party Insurance Policy : 1988 সালের মোটরযান আইন অনুসারে, প্রতিটি গাড়ির জন্যই বীমা করা আবশ্যক। একটি গাড়ির জন্য বহু ধরনের বীমা রয়েছে বটে, আর এর মধ্যে একটি হল Third Party Insurance Policy। এই ধরনের বীমার ক্ষেত্রে আপনি Third Party অর্থাৎ তৃতীয় পক্ষের ব্যক্তি বা সম্পত্তির দুর্ঘটনার ঘটলে সুরক্ষা পাওয়া যায়। গাড়ি চালানোর জন্য এই বীমা থাকা আবশ্যক, কারণ Third Party Insurance না থাকলে চালকের জেল হতে পারে। সাথে মোটা অংকের জরিমানাও দিতে হয়।প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

Comprehensive Insurance Policy : এই Insurance এর মাধ্যমে আপনার, বীমাকৃত গাড়িটি আগুন, চুরি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে ক্ষতিগ্রস্ত হলে অনেকটা সুযোগ সুবিধা পেতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র একটি প্রিমিয়ামের মাধ্যমে সম্পূর্ণ কভার পাওয়া যায়। Third Party Insurance Policy যেমন অন্যদের কাভারেজ দেয়, Comprehensive Insurance Policy আপনার গাড়িটির দায়িত্ব বহন করে।

প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

Own Damage Insurance Policy : আপনি যদি আপনার গাড়ির জন্য Comprehensive Insurance Policy পেতে চান যাতে দুর্ঘটনার সময় সামনের ক্ষতি শুধুমাত্র বীমার মাধ্যমে পরিশোধ করা যায়, তাহলে আপনি অন্যান্য বীমার সাথে এই Own Damage Insurance Policy ও নিতে পারেন।প্রথমবার গাড়ি কেনার পর কোন Insurance নেবেন আর সেগুলোর কাজই কী? দেখে নিন বিস্তারিত

Motor Insurance Add-On Covers : বীমা বেছে নেওয়ার পর সেটি বিবেচনা করে কভারেজ যোগ করতে পারেন। এর মাধ্যমে আপনি মোটা অংকের প্রিমিয়াম পেতে পারেন সাধারণত Add on Coverage এর অধীনে আপনি Zero Waste Cover, Invoice Return, Engine protection cover, Usable Cover এবং Road Assistance Cover পেয়ে যাবেন।

About Author