TRENDS
Advertisement

মাত্র 25,000 দিয়ে বাড়ি আনুন পছন্দের Apache RTR 160, কোনো লোন বা EMI-র ঝামেলা নেই

25000 টাকায় দুর্দান্ত অ্যাপাচি বাড়ি নিয়ে যান, কীভাবে? দেখ নিন পুরো উপায়

Published By: Ritwik | Published On:

বাজারে এসেছে TVS এর নতুন Apache RTR। নতুন গাড়িটি লুক এবং ডিজাইনের দিক থেকে নিজের সেগমেন্টের থেকে অনেকখানি এগিয়ে। বলাই বাহুল্য যে, নতুন Apache তার প্রতিদ্বন্দ্বী Bajaj Pulsar কে বহু পিছনে ফেলেছে। এবার Apache বাইকটি আপনি কিনতে পারেন, তাও মাত্র 25 হাজার টাকায়! প্রথমে গাড়িটির শক্তি এবং ফিচারস দেখে নিন তারপর জানাচ্ছি কিভাবে সস্তায় কিনবেন আপনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Apache RTR 160 4V বাইকে একটি অয়েল-কুলড 159.7 CC ইঞ্জিন রয়েছে। যেটি কিনা 9250 rpm এ 17.30bhp শক্তি উৎপন্ন করতে পারে। 7250rpm এ গাড়িটির সর্বোচ্চ 14.73 nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5 স্পিড গিয়ারবক্সের সাথে সর্বোচ্চ 114 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। Apache সিরিজের অন্যান্য বাইকের মতোই এখানে খুব বেশি মাইলেজ পাওয়া না গেলেও 25 কিমি পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন আপনি।

টিভিএস এর নতুন Apache RTR বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে1.19 লক্ষ টাকা থেকে। অন রোড দাম রয়েছে 1.5 লক্ষ টাকার আশেপাশে। কিন্তু ফাইন্যান্সের মাধ্যমে বেশ সহজেই কিনতে পারেন। সেই বাজেট না থাকলে সেকেন্ড হ্যান্ড বাইকই ভরসা। নিচে কয়েকটি সেরকম ভাল অপশন নিয়ে এলাম আমরা।

মাত্র 25,000 দিয়ে বাড়ি আনুন পছন্দের Apache RTR 160, কোনো লোন বা EMI-র ঝামেলা নেই

1) Droom ওয়েবসাইটে 2012 সালের একটি Apache 160 মডেল রাখা হয়েছে। দিল্লিতে রেজিস্টার্ড এই বাইকটির দাম পড়বে মাত্র 25000 টাকা।

2) OLX এ রেজিস্টার্ড আরেকটি বাইক রয়েছে। সেটি 2014 সালের। 30,000 টাকায় কিনতে পারেন বাইকটিকে। এই বাইকটিও দিল্লিতেই রেজিস্টার্ড।

3) তৃতীয় ডিলটি রয়েছে BIKES4SALE ওয়েবসাইটে। সেখানে Apache RTR 160 এর আরো একটি বাইক রয়েছে যা 2016 সালের মডেল। এই বাইকের দাম রয়েছে 35,999 টাকা।

About Author