ধীরে ধীরে SUV জাতীয় গাড়ি গুলোর বিক্রি বেড়েছে। সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি গাড়ি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর সেজন্য কোম্পানি গুলোও নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। আর বহু সময় পর Honda Motors তাদের SUV এনেছে বাজারে। নতুন Elevate গাড়ির মাধ্যমে প্রতিযোগীদের দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে হোন্ডা মোটরস।
হোন্ডার তরফে আগেই গাড়িটির ঘোষণা করা হয়। অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে যায় গত জুলাই মাসে গাড়িটি Unveil করার সময়ই। আজ সেটির দাম ঘোষণা হয়েছে। মোট 4 টি ভেরিয়েন্ট SV, V, VX এবং ZX এ গাড়িটি বিক্রি হচ্ছে দেশের বাজারে। চলুন দেখে নেওয়া গাড়িটির দাম কত, কিইবা ফিচারস রয়েছে নতুন Elevate এ।
ইঞ্জিন ও মাইলেজ : Honda Elevate SUV তে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। বাজার চলতি অন্যান্য গাড়ির থেকে Elevate এর ইঞ্জিন অনেকখানি আলাদা। 119.35 Bhp শক্তির সাথে 145 Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। Honda Elevate SUV টির ম্যানুয়াল ভার্সনে 15.31 কিলোমিটার এবং অটোমেটিক ভার্সনে 16.92 কিলোমিটার জ্বালানি দিতে পারে।
ফিচারস : 10.25 ইঞ্চি টাচস্ক্রিন, 6টি এয়ারব্যাগ, সিঙ্গেল পেন সানরুফ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), সফট-টাচ ড্যাশবোর্ড, ডুয়াল টোন থিম ইত্যাদি সুবিধা মিলবে। 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। ভারতে মোট 4টি ভেরিয়েন্টের আসবে গাড়িটি।
দাম : Honda Elevate এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 11 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম 16 লাখ টাকা। গাড়িটি বুকিং করার জন্য আপনাদের 5000 টাকা জমা দিতে হবে। যে দামে এবং যে সেগমেন্টে Elevate লঞ্চ হয়েছে সেটি হুন্ডাই ক্রেটা, মারুতি ভিটারা, টয়োটা হাইরাইডার, কিয়া সেল্টোস সহ একাধিক গাড়ির সাথে প্রতিযোগীতায় নামবে।