Read In
Whatsapp
Celeb's Collection

সচিন, বিরাট কিংবা ধোনি নয়! জার্মান সংস্থা Audi-র প্রথম ভারতীয় মালিক এই ক্রিকেটার

বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থার তালিকায় নাম রয়েছে বিখ্যাত জার্মান গাড়ি নির্মাতা Audi। কোটি কোটি টাকার বিনিময়ে বিলাসবহুল এবং শক্তিশালী গাড়ি কেনেন মানুষজন। তারকা মাত্রেই তার কাছে Audi থাকবেই। বর্তমানে Audi ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি। কিন্তু জানেন কি, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি নয়, ভারতের প্রথম Audi গাড়িটির মালিক অন্য আরেক ক্রিকেটার।

বিরাট কোহলি অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বটে কিন্তু তিনি ভারতের প্রথম Audi গাড়িটি ব্যবহার করেননি। 2004 সালে Audi ভারতে এলেও এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার Audi ব্যবহার করছেন 1985 সাল থেকে। এই ক্রিকেটারের নাম রবি শাস্ত্রী। তিনি ভারতে প্রথম Audi গাড়ির ব্যবহার করেন। তার গ্যারেজে আজও বিরাজমান ভিন্টেজ Audi 100।

তবে গাড়িটি ঠিক কেনেন কি রবি শাস্ত্রী, বরং সেটি তিনি উপহার স্বরূপ পেয়েছিলেন। 1985 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ম্যান অফ দা সিরিজ খেতাব পেয়ে এই পুরস্কার পান তিনি। আর উপহার পাওয়ার পর পরই সেখানে ঝাঁপিয়ে পড়েন বিশ্বকাপ জয়ী সতীর্থরা। বহু তারকা ক্রিকেটারই গাড়িতে সওয়ারি নেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করেন।

জানলে অবাক হবেন যে, এই গাড়ির জন্য পাকিস্তানের প্রাক্তন ডান হাতি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের সাথে লড়াইও বেঁধে যায় তার। গাড়িটিকে এখনো নিজের গ্যারেজে সংগ্রহ করে রেখেছেন রবি শাস্ত্রী। স্পোর্টস রেজিস্ট্রেশন নম্বর এমএফএ 1 নাম্বারের Audi 100 গাড়িটি তার খুবই প্রিয়। উল্লেখ্য, তৎকালীন সময়ে গাড়িটির দাম ছিল 21000 ডলার। বর্তমান সময়ে তা নেমে দাঁড়িয়েছে 21000 ডলারে।

Back to top button