![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/Toyota-Glanza.jpg)
টয়োটা তাদের বাজেট সেগমেন্ট নিয়ে বেশ সক্রিয় হয়ে ওঠেছে। কয়েকদিন আগেই Rumion এনেছে Toyota, এবার Maruti Suzuki এর বাজারকে টক্কর দিয়ে নতুন গাড়ি নিয়ে হাজির তারা। SUV এরপর প্রিমিয়াম হ্যাচব্যক লঞ্চ করেছে জাপানি কোম্পানিটি। বাজারে সদ্যই এসেছে Toyota Glanza। আপাতত Glanza গাড়িটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে Baleno এর। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস রয়েছে।
Baleno এর মতই দেখতে Toyota Glanza। গাড়িটিতে 1.2 লিটারের একটি ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 90 PS শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনে 5-স্পীড ম্যানুয়াল এবং 5-স্পীড AMT গিয়ারবক্সের সাথে আসে। পেট্রোলের পাশপাশি সিএনজি সংস্করণেও লঞ্চ করা হয়েছে গাড়িটিকে। CNG সংস্করণে Glanza-এর মাইলেজ রয়েছে 30.61km/kg।
Glanza তে স্টার্ট-স্টপ বৈশিষ্ট্যও দিয়েছে Toyota। প্রিমিয়াম হ্যাচব্যাকে আপনি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবেন, সেখানে ভয়েস সাপোর্ট, হেড-আপ ডিসপ্লে, 360-ডিগ্রি ক্যামেরা, এসি ভেন্ট সহ অটো ক্লাইমেট কন্ট্রোল এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারস দেখতে পাবেন।
গাড়িতে স্ট্যান্ডার্ড প্রটেকশন ফিচারস দেখতে পাবেন আপনি। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, সিট বেল্ট প্রি-টেনশন এবং ABS-EBD মজুদ রয়েছে। Glanza গাড়িটিতে চারটি ভেরিয়েন্ট রয়েছে যেগুলো হলো E, S, G এবং V। বেস মডেলে 2টি এয়ারব্যাগ এবং টপ মডেলে 6টি এয়ারব্যাগ রয়েছে।
দাম : Toyota Glanza এর এক্স-শোরুম দাম রয়েছে 6.81 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 8.73 লক্ষ টাকা। Glanza গাড়িটি বাজারে Maruti Baleno, Hyundai i20 এবং Tata Altrode-এর সাথে প্রতিযোগিতা করবে।