TRENDS
Advertisement

এই স্কুটারের কাছে পাত্তা পাবেনা Ola কিংবা TVS, ফুল চার্জে মাইলেজ দেবে 120 কিমি! দাম কত দেখে নিন

নতুন এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে দারুণ মাইলেজ এবং লেটেস্ট ফিচারস! সমস্ত কিছু দেখে নিন বিশদে

Published By: Ritwik | Published On:

ইলেক্ট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা মাইলেজ। বর্তমানে একাধিক বৈদ্যুতিক স্কুটার বাজারে এসেছে, কিন্তু ভালো মাইলেজ পাওয়া বড়ই সমস্যার। যদিও এখন Ola, Ather সহ নতুন কিছু কোম্পানি দারুণ ইলেকট্রিক স্কুটার এসেছে বাজারে। এসময়ই নতুন আরেকটি কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। চলুন জানাই সেই নিয়ে।এই স্কুটারের কাছে পাত্তা পাবেনা Ola কিংবা TVS, ফুল চার্জে মাইলেজ দেবে 120 কিমি! দাম কত দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বেঙ্গালুরু ভিত্তিক স্টার্ট-আপ সংস্থা রিভার ইলেকট্রিক (River Electric) তাদের নতুন রিভার ইন্ডি (River Indie) ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। মাত্র 1250 টাকার বিনিময়ে ই-স্কুটারটি বুক করতে পারেন আপনি। গত আগস্ট মাসের থেকেই স্কুটারটির ডেলিভারি শুরু করেছে River Electric।

রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারে দারুণ বড় আকারের 43 লিটার স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়া 12 লিটারের গ্লভ-বক্স এবং USB চার্জিং পোর্টও দিয়েছে কোম্পানি। যে দাম এবং ফিচারসের সাথে স্কুটারটি এসেছে সেটি ওলা এস1, টিভিএস আইকিউব, আথার 450এক্স, বাজাজ চেতক এবং হিরো ভিডা ভি1 এর মতো E-Scooter এর সাথে প্রতিযোগিতায় নেমেছে।এই স্কুটারের কাছে পাত্তা পাবেনা Ola কিংবা TVS, ফুল চার্জে মাইলেজ দেবে 120 কিমি! দাম কত দেখে নিন

ব্যাটারি ও ফিচার্স : River Indie ইলেকট্রিক স্কুটারে 4 kwh ব্যাটারি প্যাক দেখতে পাবেন। স্কুটারটি সর্বোচ্চ 6.7 kw শক্তি এবং 26 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। স্কুটারটি একবার ফুল চার্জে 120 কিমি রেঞ্জ দিতে পারে। একইসাথে সর্বোচ্চ 90 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে।

এই স্কুটারের কাছে পাত্তা পাবেনা Ola কিংবা TVS, ফুল চার্জে মাইলেজ দেবে 120 কিমি! দাম কত দেখে নিন

মাত্র 3.9 সেকেন্ডেই শুন্য থেকে 40 কিমি গতিতে পৌঁছে যায় River Indie ইলেকট্রিক স্কুটারটি। মাত্র 5 ঘণ্টাতেই 0 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়। সাথে আপনি LED হেডলাইট, LED টেললাইট, LED ইন্ডিকেটর, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেকশনের মতো ফিচারস পেয়ে যাবেন।

এই স্কুটারের কাছে পাত্তা পাবেনা Ola কিংবা TVS, ফুল চার্জে মাইলেজ দেবে 120 কিমি! দাম কত দেখে নিন

দাম : বাজারে স্কুটারটির এক্স-শোরুম দাম শুরু হয়েছে 1.25 লাখ টাকা। মনসুন ব্লু, সামার রেড এবং স্প্রিং ইয়েলোর মত তিনটি রঙে উপলব্ধ।

About Author