TRENDS
Advertisement

Smart Helmet: এবার প্রয়োজন নেই গাড়ি থামানোর, এই হেলমেট দিয়েই রিসিভ হবে ফোন! কমবে দুর্ঘটনা

নতুন এই স্মার্ট হেলমেট আপনাকে রাখবে সুরক্ষিত, দেখে নিন দাম কত

Published By: Ritwik | Published On:

বাইক বা স্কুটার জাতীয় দুই চাকা চালানোর সময় ফোন এলে বড়ই সমস্যার। অধিকাংশ সময়ই ফোন ধরা সম্ভব হয়না। আবার অনেকে তাদের জরুরি ফোন বাইক চলন্ত অবস্থাতেই ধরে নেন বা বাইক চালাতে চালাতে হাতে করে ফোন ধরে কথা বলতে বলতে চলেন। এসমস্ত কাজ কিন্তু খুবই ঝুঁকিপূর্ন। কিন্তু চিন্তা নেই, বাজারে চলে এসেছে নতুন স্মার্ট হেলমেট।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
Smart Helmet: এবার প্রয়োজন নেই গাড়ি থামানোর, এই হেলমেট দিয়েই রিসিভ হবে ফোন! কমবে দুর্ঘটনা
Source: bikers inside

হেডফোনের মতোই এবার কাজ করবে স্মার্ট হেলমেট। আপনার কাজও করে দেবে একদম সহজ। ফোন পকেটে থাকলেও স্মার্ট হেলমেটের সাহায্যে ফোন তুলতে পারবেন আপনি। ফলে দুর্ঘটনা যেমন এড়ানো সম্ভব হবে তেমনই জরুরি ফোন তোলার ক্ষেত্রেও কোনো সমস্যা হবেনা। স্মার্ট হেলমেটের মধ্যে থাকা ব্লুটুথ কানেকশন আপনাকে বেশ সুবিধা করে দেবে।Smart Helmet: এবার প্রয়োজন নেই গাড়ি থামানোর, এই হেলমেট দিয়েই রিসিভ হবে ফোন! কমবে দুর্ঘটনা

মূলত হাইওয়ে অথবা এক্সপ্রেসওয়েতে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এটি। কারণ যত্রতত্র দাঁড়ানো যায়না এই সমস্ত রাস্তায়। সেক্ষেত্রে সহজেই স্মার্ট হেলমেটের সাহায্যে ফোন কল ধরতে পারবেন আপনি। আসলে এই হেলমেটগুলিতে একটি স্পিকার এবং মাইক থাকে। এগুলো দিয়েই আপনি কথা বলতে পারেন।

Smart Helmet: এবার প্রয়োজন নেই গাড়ি থামানোর, এই হেলমেট দিয়েই রিসিভ হবে ফোন! কমবে দুর্ঘটনাএছাড়া হেলমেটের পিছনে রুয়েছে লাল রঙের আলো। সেটি রাত্রিবেলা বাইক অথবা স্কুটার চালানোর সময় নিরাপত্তার কাজে আসবে। পিছন থেকে আসা আগন্তক বুঝতে পারবেন সামনে কেও রয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন খুব বেশি দাম হবে এমন হেলমেটের। আপনাদের জানিয়ে দিই, নতুন হেলমেগুলোর দাম রয়েছে 2500 টাকা! আপনি অনলাইন/অফলাইন সমস্ত জায়গা থেকেই কিনতে পারবেন।

About Author