TRENDS
Advertisement

বাংলাদেশে এই ভারতীয় কোম্পানির গাড়ি সবথেকে বেশি বিক্রি হয়, জেনে নিন কোন কোম্পানির নাম

ভারত তো বটেই, আজ বাংলাদেশের বাজারেও বড় আকারে ছড়িয়ে পড়েছে এই কোম্পানি! ভারতের গর্বের এই ব্র্যান্ডটির নাম জানেন?

Published By: Ritwik | Published On:

প্রতিবেশী বাংলাদেশের গাড়ির বাজার ছোট হলেও খুব মন্দ নয়। সেখানে হুন্ডাই, নিসান, হন্ডা, টয়োটা ইত্যাদির মতো কোম্পানির একগুচ্ছ গাড়ি রয়েছে বাজারে। জাপানি কোম্পানি ছাড়াও বাংলাদেশের বাজারে রয়েছে বিভিন্ন চিনা কোম্পানি। কিন্তু এসবের মধ্যেও বাংলাদেশের বাজারের লিডার এক ভারতীয় কোম্পানি। বাংলাদেশে এই ভারতীয় কোম্পানির গাড়ি সবথেকে বেশি বিক্রি হয়, জেনে নিন কোন কোম্পানির নাম

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতেও বেশ বড় বাজার রয়েছে এই কোম্পানির। আর তার নাম টাটা মোটরস। হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় প্লেয়ার টাটারাই। ভারতের পাশাপাশি বাংলাদেশের মাটিতেও সমান জনপ্রিয় তারা। আজ দীর্ঘ 50 বছর ধরে বাংলাদেশের বুকে ব্যবসা চালাচ্ছে টাটা মোটরস। এমনকি ধারেকাছেও নেই অন্যান্য কোনো কোম্পানি।

এখানে উল্লেখ্য, বাংলাদেশ গত 3 বছরে পঞ্চম স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছে টাটা মোটরস। সেখানে মোট 36 টি স্থানে স্টোর রয়েছে টাটাদের। সস্তার সাথে সাথে প্রিমিয়াম এবং পিক আপ ট্রাকও বিক্রি করে টাটারা। উল্লেখ্য, গত 2016 সালেই 56টি টাটা সুমো বিক্রি করে অ্যাম্বুলেন্সের প্রয়োজনে। এছাড়া বাংলাদেশের সেনার কাজেও ব্যবহৃত হয় টাটা মোটরসের গাড়িগুলো।বাংলাদেশে এই ভারতীয় কোম্পানির গাড়ি সবথেকে বেশি বিক্রি হয়, জেনে নিন কোন কোম্পানির নাম

টাটা মোটরসের কথায়, ভালো মাইলেজ এবং পারফর্ম্যান্সের কারণেই গাড়িগুলো মানুষের এত পছন্দের। তাছাড়া গাড়িগুলো মানুষের প্রয়োজনের জন্য আদর্শ হওয়ার জন্যও টাটা মোটরসের গাড়িগুলো এত বিক্রী হয়েছে। আর তাই বর্তমান সময়ে বাংলাদেশে বিক্রি হওয়া মোট গাড়ির দুই তৃতীয়াংশই টাটা মোটরসের কাছে। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া গাড়িগুলো হলো টাটা নেক্সন, টাটা টিয়াগো, টাটা ইন্ডিগো, টাটা ম্যাজিক, টাটা ন্যানো ইত্যাদি।

About Author