Read In
Whatsapp
Car News

Maruti-র এস-প্রেসো নাকি Tata-র এই 5 Star নিরাপত্তা যুক্ত শক্তিশালী গাড়ি? কেনার আগে দেখুন তুলনা

ভারতের বাজারে সবচেয়ে বড় টক্কর চলে বাজেট সেগমেন্টের গাড়িগুলোর ওপর। ফ্যামিলি কার বলে বিখ্যাত এই গাড়িগুলোই মধ্যবিত্তের ভারী পছন্দের। মাইলেজ থেকে নিরাপত্তা, সমস্ত কিছুই থাকে একদম টপ ক্লাস। আর এই সেগমেন্টে দুটি গাড়ি খুবই জনপ্রিয়। এগুলো হলো মারুতি সুজুকি এস-প্রেসো এবং টাটা পাঞ্চ। কিন্তু দুটি গাড়ি তো আর কেনা সম্ভব নয়, তাহলে কোন গাড়িটি কিনবেন আপনি?

দেখে নিন টাটা পাঞ্চ বনাম মারুতি সুজুকি এস প্রেসোর লড়াই :

TATA Punch

পেট্রোল এবং সিএনজি উভয় সংস্করণের সাথেই বাজারে আসে Punch। বর্তমানে Punch এর Ex-Showroom দাম শুরু হচ্ছে 7.10 লক্ষ টাকা থেকে। CNG ভার্সনে গাড়িটি মাইলেজ রয়েছে 26.99 কিমি/কেজি। এখানে 7 ইঞ্চি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল সমেত অটোম্যাটিক হেডলাইট এবং সানরুফের ফিচারসও পেয়ে যাবেন।

টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 187 মিমি। পাঞ্চে রয়েছে শক্তিশালী 1.2-লিটার ক্ষমতার পেট্রোল ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি মোট 88 PS শক্তি এবং 115 Nm টর্ক জেনারেট করে। নিরাপত্তা এবং আকর্ষণীয় অ্যালয় হুইলের সাথে এয়ারব্যাগও দেখতে পাবেন আপনি। মোট চারটি ভেরিয়েন্ট রয়েছে Tata Punch এর।

187 মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে ম্যানুয়াল এবং অটোম্যাটিক উভয় ট্রান্সমিশনই রয়েছে। এছাড়া অটো এয়ার কন্ডিশনিং এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারও রয়েছে।

Maruti Suzuki S-Presso

শক্তির দিক দিয়ে Maruti Suzuki S-Presso গাড়িটিতে শক্তিশালী 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 66 bhp শক্তি সহ একটি 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে। সিএনজি ভেরিয়েন্টেও গাড়িটি বিক্রি হয়। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে।

মোট চারটি ট্রিমের সাথে বাজারে এসেছে Maruti Suzuki S-Presso। 5 আসনের গাড়িটিতে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ দেখতে পাবেন। ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় দুই ট্রান্সমিশনের সুবিধাই রুতেছে S-presso তে। স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ মোট 6টি রঙের বিকল্প রয়েছে এখানে। উল্লেখ্য যে, Maruti S-Presso-এর CNG সংস্করনের মাইলেজ রয়েছে 32.73 কিমি/কেজি।

Back to top button