TRENDS
Advertisement

লাগবে না বাইক কিংবা স্কুটার! কিনে ফেলুন এই দুর্দান্ত ই-সাইকেল, একবার চার্জেই ছুটবে 350 কিমি

পাত্তা পাবেনা বিলাসবহুল গাড়িও নতুন ইলেকট্রিক সাইকেলের ফিচারস শুনলে চোখ কপালে উঠবে আপনার!

Published By: Ritwik | Published On:

পেট্রোল/ডিজেল গাড়ির পরিবর্তে বেড়েছে নানান নতুন ধরণের যানবাহনের চাহিদা। এক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে সিএনজি বা বিদ্যুৎ। একদিকে যেমন পেট্রোল-ডিজেল জাতীয় জ্বালানির দাম চড়েছে অন্যদিকে বিদ্যুত এবং CNG চালিত যানবাহন মানুষের পছন্দের হয়ে ওঠছে। আবার অনেকে ফিরে গিয়েছেন নিজের প্রিয় সাইকেলে। সম্প্রতি বিদ্যুৎ চালিত সাইকেলের চাহিদাও বেড়েছে বাজারে। আর আজ এমন এক সাইকেল নিয়ে জানাবো যা আপনাদের অবাক করবে।লাগবে না বাইক কিংবা স্কুটার! কিনে ফেলুন এই দুর্দান্ত ই-সাইকেল, একবার চার্জেই ছুটবে 350 কিমি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সম্প্রতি আমেরিকান কোম্পানি Eunorau, Flash নামের একটি চমৎকার সাইকেল এনেছে বাজারে। বৈদ্যুতিক সাইকেলটি একটি অত্যাশ্চর্য চেহারার সাথে নানান ফিচারস নিয়ে আসে। তিনটি ভিন্ন ব্যাটারি প্যাক সহ্য বৈদ্যুতিক সাইকেলটি চালু করেছে Eunorau। আর এই সাইকেলের মাইলেজ জানলে চমকে উঠবেন আপনিও! একবার এই সাইকেলটি সম্পূর্ণ চার্জ করলে 350 কিলোমিটারের রেঞ্জ পাবেন আপনি!

লাগবে না বাইক কিংবা স্কুটার! কিনে ফেলুন এই দুর্দান্ত ই-সাইকেল, একবার চার্জেই ছুটবে 350 কিমি

বৈদ্যুতিক সাইকেলটিতে অ্যালুমিনিয়াম এবং স্টিলের বডি রয়েছে। লং রেঞ্জ এবং শক্তিশালী ফিচারসের কারণে অনেকের পছন্দও হচ্ছে এই ই-সাইকেল। আপাতত তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে Eunorau Flash, যেগুলো হলো Flash-Lite, Flash AWD এবং Flash। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট হলো Flash।

লাগবে না বাইক কিংবা স্কুটার! কিনে ফেলুন এই দুর্দান্ত ই-সাইকেল, একবার চার্জেই ছুটবে 350 কিমি

এখন যদি আমরা এই তিনটি ভেরিয়েন্টে ইনস্টল করা মোটর সম্পর্কে কথা বলি, ফ্ল্যাশ-লাইট ভেরিয়েন্টে রয়েছে 750 ওয়াটের মোটর, Flash AWD তে থাকছে 750 ওয়াটের ডুয়াল মোটর এবং Flash এ পাবেন 1,000 ওয়াটের বৈদ্যুতিক মোটর রয়েছে। এই ই-বাইকের ব্যাটারি প্যাক লাগানো হয়েছে ফ্রেম ও সিটের নিচে। সাইকেলটির ওজন প্রায় 37 থেকে 42 কেজি।

লাগবে না বাইক কিংবা স্কুটার! কিনে ফেলুন এই দুর্দান্ত ই-সাইকেল, একবার চার্জেই ছুটবে 350 কিমিএই বৈদ্যুতিক সাইকেলটিতে 2,808wh এর একটি শক্তিশালী LG ব্যাটারি প্যাক রয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জেআপনাকে প্রায় 350 কিলোমিটারের রেঞ্জ দেয়। এছাড়া বৈদ্যুতিক সাইকেলটি সম্পূর্ণ চার্জ হতে সময়ও নেয় মাত্র 4 ঘন্টা। তবে এখনো Eunorau Flash এর দাম প্রকাশ করা হয়নি সংস্থার তরফে।

About Author