ধীরে ধীরে সাইকেল বেশ বিখ্যাত হয়ে উঠছে মানুষের মধ্যে। একদিকে যেমন পরিবেশ রক্ষা হয় তেমনই শারীরিক কসরতও চলতে থাকে। আবার কখনো বেশিদূর চলে গেলেও ইলেকট্রিক সাইকেল বেশ কাজে লাগে। দাম কম হওয়ার পাশাপাশি টেকসই এবং মজবুতও বটে। কিন্তু কোন সাইকেল কিনবেন আপনি? চলুন ভারতের বাজারে থাকা সেরা সাইকেল সম্পর্কে জানাই আপনাদের।
1) EMotorad X1 Mountain : বর্তমান সময়ে এই বাইকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে থাকা 36V 7.65 Ah লিথিয়াম-আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক আপনাকে 40 কিমি রেঞ্জ দেবে। 250 ওয়াটের মোটর সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। বাজারে এই ই-সাইকেল 24,999 টাকায় বিক্রি হবে।
2) Hero Lectro : Hero তাদের Lectro সিরিজের অধীনে তিনটি ই-সাইকেল লঞ্চ করে। এগুলোর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে 38,599 টাকা। 30 কিমি রেঞ্জ দেয় এই সাইকেল এবং সেই সাথে অ্যান্টি স্কিড অ্যালয় প্যাডেল আপনাকে অতিরিক্ত সুবিধা দেয় চালানোর সময়। 250 ওয়াট BLDC মোটর সহ গাড়িটি 25 কিমি বেগে ছুটতে পারে। এখানে একটি LED ডিসপ্লেও রয়েছে।
3) Tata Stryder Voltic : টাটার এই সাইকেলটি বেশ শক্তিশালী। এখানে 48V এর লিথিয়াম ব্যাটারির সাথে 250 ওয়াটের BLDC মোটর আপনাকে 60 কিমি রেঞ্জ দেয় এবং নর্মাল মোডে 25 কিমি বেগে ছুটতে পারে। Tata Stryder Voltic 1.7 এর দাম রয়েছে 34,995 টাকা।
4) Bolt E-bike : মাল্টিফাংশনাল ডিসপ্লে সহ আসে এই বৈদ্যুতিক সাইকেটি। সবুজ রঙের এই বাইকটিতে আপনি 5 লেভেল প্যাডেল সহকারীর সুবিধা পাবেন। রাইড ট্র্যাক করা থেকে ব্যাটারি পার্সেন্টেজ ইত্যাদি সহ একাধিক ফিচার রয়েছে। সাইকেলটির দাম মাত্র 25,000টাকা।