Read In
Whatsapp
Bike NewsNews

Apache RTR 200 4V vs Hero Karizma XMR 210, কিনবেন কোনটা? দাম ও ফিচার্স দেখে নিজেই বিচার করুন

2003 সালেই প্রথমবার ভারতে লঞ্চ হয় Hero Karizma। এরপর কেটে গিয়েছে বহু সময়, আর তার 20 বছর পর বাইকের লেটেস্ট ভার্সন বাজারে আনল Hero Motocorp। গতকালই বাজারে এসেছে বাইকটি। বেশ হাইপ তৈরি হয় Hero Karizma XMR 210 নিয়ে। তবে বাজারে বড় মোকাবিলার মুখে পড়বে XMR। কারণ ঠিক এসময়ই বাজারে এসেছে TVS Apache RTR 200 4V।

  • Hero XMR 210 এবং TVS Apache RTR 200 4V, দুটিই খুব শক্তিশালী বাইক। কিন্তু কোন বাইক এগিয়ে? চলুন জানাচ্ছি।

ইঞ্জিন : প্রথমেই আসি ইঞ্জিনের বিষয়ে। Hero Karizma XMR 210 তে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ 25.15 hp শক্তি তৈরী করতে সক্ষম। TVS Apache তে আপনি 197 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন যা 20.54 hp শক্তি উৎপন্ন করে।

মাইলেজ : ইঞ্জিন এবং শক্তি Hero Karizma এর বেশী হলেও মাইলেজের ক্ষেত্রে এগিয়ে TVS Apache। Hero বাইকে মাত্র 32 কিমি মাইলেজ পাবেন আপনি। সেখানে TVS Apache তে পাবেন 41 কিমির মাইলেজ।

ফিচারস : হিরো কারিশমাতে পাবেন LED হেডলাইট, LED DRL, LCD ডিসপ্লে, সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচার দেখতে পাবেন সাথে দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। Apache তে ডিজিটাল স্ক্রিন, LED লাইটিং এবং মোবাইল কানেক্টিভিটি সহ দুই চাকাতে ডিস্ক ব্রেক থাকছে। তবে ABS কেবল সামনের চাকাতেই পাবেন।

দাম : Hero Karizma XMR বাইকটির এক্স-শোরুম দাম রয়েছে 1.73 লাখ টাকা। আইকনিক ইয়েলো, ম্যাট রেড এবং ফ্যান্টম ব্ল্যাক, এই তিন রঙেই কিনতে পারেন আপনি। হিরো কারিশমা মোটরসাইকেলটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে আজ থেকেই।Apache RTR 200 4V বাইকের এক্স-শোরুম দাম রয়েছে 1.42 লাখ টাকা এবং 1.47 লাখ টাকার মধ্যে।

Back to top button