TRENDS
Advertisement

বাজারে এল নতুন Toyota Rumion, দাম সাধ্যের মধ্যেই! ফিচার্স দেখে নিন

মারুতি সুজুকির Ertiga এর ওপর Toyota লোগো লাগিয়ে এল নতুন গাড়ি, দাম এবং ফিচারস রয়েছে এত!

Published By: Ritwik | Published On:

SUV বাজারে বড়সড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই সেগমেন্টে টয়োটা থেকে শুরু করে মাহিন্দ্রা, টাটা সবাই নিজেদের গাড়ি নিয়ে এসেছে। কিন্তু নতুন Toyota Rumion গাড়িটি বাজারে আসার পর প্রতিযোগিতা আরো বেশি বেড়ে গিয়েছে। যদিও Rumion যে সেগমেন্টে আসে সেখানে গাড়িটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। গত 6 মাসে এই সেগমেন্টের বেস্ট সেলারও তারাই ছিল, তাই প্রতিযোগিতায় Rumion কেমন অবস্থায় রয়েছে তাই দেখে নেওয়া যাক চলুন। বাজারে এল নতুন Toyota Rumion, দাম সাধ্যের মধ্যেই! ফিচার্স দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

7 আসনের টয়োটা রুমিওন (Toyota Rumion) সদ্যই বাজারে এনেছে টয়োটা। পেট্রোল ছাড়াও CNG ভার্সনেও সেটি উপলব্ধ।S, G এবং V – G ট্রিমের সাথে ভারতের বাজারে গাড়িটি বিক্রি করছে Toyota। আদতে Toyota Rumion হলো Maruti Suzuki এর রি ব্র্যান্ডেড ভার্সন।

ইঞ্জিন এবং মাইলেজ: 1.5 লিটার ইঞ্জিন মোট 136.8 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোট 88 bhp এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে ইঞ্জিনটি এবং মোট 121 Nm টর্ক জেনারেট করে। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভার্সনে 20.51 কিমির মাইলজে পাওয়া যায়। বাজারে এল নতুন Toyota Rumion, দাম সাধ্যের মধ্যেই! ফিচার্স দেখে নিন

ফিচারস : রয়েছে 17.78-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিমোট ক্লাইমেট কন্ট্রোল, স্মার্টওয়াচ কানেকটিভিটির মতো উন্নত বৈশিষ্ট্য। এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABD) এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও মজুদ রয়েছে।
বাজারে এল নতুন Toyota Rumion, দাম সাধ্যের মধ্যেই! ফিচার্স দেখে নিন

দাম : টয়োটা রুমিওনের এক্স শোরুম দাম শুরু হয়েছে 10.29 লাখ টাকা থেকে 13.68 লক্ষ টাকা। যা Ertiga এর থেকে সামান্য দামী করে তোলে Rumion গাড়িটিকে।

About Author