TRENDS
Advertisement

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার কাছে আছে ‘এক সে এক’ ধাসু গাড়ি, কালেকশন দেখে চোখ কপালে উঠবে

নীরজের রেঞ্জ রোভার গাড়িটি দেখলে অবাক হবেন, দেখে নিন সোনার ছেলে নীরজের গাড়ির কালেকশন

Published By: Ritwik | Published On:

ভারতের গর্ব বলা চলে অ্যাথলিট নীরজ চোপড়াকে। সোনার ছেলে তিনি। এর আগে জাপানে আয়োজিত টোকিও অলিম্পিক্সে সোনা নিয়ে আসেন নীরজ। সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতে রেকর্ড গড়েছেন তিনি। জাভেলিনে একেরপর এক পদক জিতে ইতিহাস তৈরী করছেন তিনি। কিন্তু জানেন কি, তার বাড়ির গাড়ির কালেকশনও বেশ আকর্ষণীয়। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার কাছে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, কালেকশন দেখে চোখ কপালে উঠবে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নীরজ চোপড়ার বাড়ির গ্যারেজে রয়েছে বড় কালেকশন। তার সংগ্রহে 1.84 কোটি টাকার রেঞ্জ রোভার স্পোর্ট সাথে 17 লাখের মাহিন্দ্রা থার। তাছাড়াও Ford Mustang GT, Mahindra XUV 700 এবং Toyota Fortuner মতো ড্যাশিং গাড়ি। এরমধ্যে সবচেয়ে দামী গাড়ি রেঞ্জ রোভার স্পোর্ট।ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার কাছে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, কালেকশন দেখে চোখ কপালে উঠবে

রেঞ্জ রোভার স্পোর্ট গাড়িটি কেমন ? চলুন দেখে নেওয়া যাক

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার কাছে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, কালেকশন দেখে চোখ কপালে উঠবে

নীরজ চোপড়ার ল্যান্ড রোভার রেঞ্জ রোভার স্পোর্ট একটি 5 আসনের গাড়ি। 4টি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে SUV টি। গাড়িটির ডিজেল সংস্করণটি মোট 345 PS শক্তি এবং 700 Nm টর্ক জেনারেট করে। এই শক্তিশালী গাড়িটির প্রারম্ভিক মূল্য রয়েছে 1.64 কোটি টাকা পাওয়া যাচ্ছে। শীর্ষ মডেলের দাম রয়েছে 1.84 কোটি।ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার কাছে আছে ‘এক সে এক' ধাসু গাড়ি, কালেকশন দেখে চোখ কপালে উঠবে

রেঞ্জ রোভার স্পোর্ট গাড়িটি মোট 48 V এর হালকা হাইব্রিড সিস্টেম সমেত আসে। 8-স্পীড গিয়ারবক্স সমেত 4 হুইল ড্রাইভ অপশনের সাথে আসে। গাড়িটিতে একটি 13.1-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এটি BMW X5, Porsche Cayenne, এবং Mercedes-Benz GLE এর সাথে প্রতিযোগিতা করে।

About Author