TRENDS
Advertisement

Tata-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা Swift কিংবা Wagon R, EV ভার্সনে মাইলেজ দেবে 250 KM

Swift, Wagon R সহ কোনো গাড়িই পাত্তা পাবেনা টাটা মোটরসের নতুন গাড়ির সামনে! দেখুন মাইলেজ, ফিচারস এবং দাম

Published By: Ritwik | Published On:

Tata Motors এর অপেক্ষাকৃত কম দামী গাড়িগুলো বাজারে বেশ বড় অংকের বিক্রি হচ্ছে। বিগত সময়ে দেখা গিয়েছে বেষ্ট সেলিং হ্যাচব্যাক Maruti Suzuki Swift কে টক্কর দিয়েছে Tata Tiago। যে দামে গাড়িটি অত্যাধুনিক ফিচারস নিয়ে আসে তা Tiago কে বিশেষ করে তুলেছে।Tata-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা Swift কিংবা Wagon R, EV ভার্সনে মাইলেজ দেবে 250 KM

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tiago গাড়িটি XE, XM, XT(O), XT, XZ এবং XZ+ এই ছয়টি ভেরিয়েন্টে উপলব্ধ বাজারে। 1199 সিসির শক্তিশালী পেট্রোল ইঞ্জিন দেখতে পাবেন গাড়িতে। এছাড়া ইলেক্ট্রিক ভার্সনেও বিক্রি হচ্ছে Tata Tiago। ABS সহ ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ফিচারস দেখতে পাবেন আপনি।

Tata-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা Swift কিংবা Wagon R, EV ভার্সনে মাইলেজ দেবে 250 KM

5 আসনের হ্যাচব্যাক গাড়িটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Maruti Suzuki Swift। কিন্তু প্রায় সমস্ত দিক দিয়েই এগিয়ে Tata Tiago। সবচেয়ে গুরুত্বপূর্ন গাড়িটির সুরক্ষা ব্যবস্থা। যেখানে Swift মাত্র 2 Star নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে Tiago 4 Star রেটিংয়ের সাথে আসে।

Tata-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা Swift কিংবা Wagon R, EV ভার্সনে মাইলেজ দেবে 250 KM

ইঞ্জিন এবং মাইলেজ : পেট্রোল ভার্সনে গাড়িটিতে 1999 সিসির ইঞ্জিন রয়েছে। যা 20 কিমির দুর্দান্ত মাইলেজ দেয়। CNG ভার্সনে আপনি 26.49 কিমি প্রতি কেজির মাইলেজ দেখতে পাবেন। বৈদ্যুতিক ভার্সনটি মোট 84.82 Bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়া Tiago EV তে 250 কিমি রেঞ্জ পাওয়া যায়।

Tata-র এই গাড়ির সামনে পাত্তা পাবেনা Swift কিংবা Wagon R, EV ভার্সনে মাইলেজ দেবে 250 KM

সাত ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার-ভিউ ক্যামেরার মতো ফিচারসের সাথে আসা Tiago গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.60 লক্ষ টাকা থেকে। আর এই দামে গাড়িটির মূল প্রতিপক্ষ Swift। এছাড়া Maruti Suzuki Celerio, Wagon R এবং Citroen C3 এর সাথেও প্রতিযোগিতা করে।

About Author