কমিউটার সেগমেন্টে বেশ বিখ্যাত হিরো মোটকর্পের বিভিন্ন গাড়িগুলো। বাজারে HF, Splendor এরপর Passion সিরিজের নতুন বাইক আনছে হিরো। বাজারে আসছে নতুন Passion Plus। পুরনো স্টাইলেই কিন্তু আরো উন্নত ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে আসছে বাইকটি। এছাড়া পেট্রোলের দাম বাড়ার পর থেকে মানুষ অধিক মাইলেজের গাড়িও পছন্দ করেছেন, সেই সুবিধাও রয়েছে এখানে।
হিরো প্যাশন প্লাসে 125 সিসির ইঞ্জিনেl রয়েছে, সাথে ARAI সার্টিফায়েড 70 km/l মাইলেজ পেতে পারেন আপনি। তবে কিছু নিয়ম মেনে চললে সেই অংক 75 থেকে 80 এর ঘরেও পৌঁছাতে পারে।ডিজিটাল ডিসপ্লে সহ চার্জিং পয়েন্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটির মত ফিচারও পেয়ে যান। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হয় 73,900 টাকা থেকে। কিন্তু আপনার কাছে এই বাজেট না থাকলে কি করবেন ?
এক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক উপযুক্ত হতে পারে। নিচে কয়েকটি সেরকমই বাইকের খোঁজ নিয়ে এলাম আমরা।
1) Droom এর ওয়েবসাইটে 2016 সালের একটু মডেল রয়েছে 20 হাজার টাকার বিনিময়ে। এখানে ফাইন্যান্স প্ল্যানও পেয়ে যাবেন।
2) দ্বিতীয় অপশনটি রয়েছে Quikr এর সাইটে সেখানে 2018 সালের মদেল বিক্রি হচ্ছে 25 হাজার টাকায়।
3) Olx এর সাইটে তৃতীয় অফারটি রয়েছে। 2020 সালের বাইকটির দাম রয়েছে 35 হাজার টাকা।