TRENDS
Advertisement

50 হাজারের কম দামে বাড়ি আনুন এই e-Bike, সিঙ্গেল চার্জে মাইলেজ দেবে 120 কিলোমিটার

ই-বাইকে দৌড়চ্ছে ভারত! 50 হাজার টাকার চেয়ে কম দাম, সিঙ্গেল চার্জে দেবে 120 কিলোমিটার রেঞ্জ।

Published By: Ritwik | Published On:

গৃহস্থালির জিনিসপত্রের পাশাপাশি পেট্রল ডিজেলের দামও এখন আকাশছোঁয়া। যে কারণে মানুষ আজকাল ই-বাইকের দিকে বেশি ঝুঁকছে। তবে কথায় আছে না সবসময় সবকিছু একসাথে পাওয়া যায়না। কোনও ই-বাইকের মডেল পছন্দ হলে পকেট সাথ দেয়না। আর যার দাম ঠিকঠাক মনে হয় তার ফিচার্স পছন্দ হয়না। তবে এবার সেই সমস্যার সমাধান করতে বাজারে চলে এল Motovolt আরবান ই-বাইক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সূত্রের খবর, Motovolt Urbn e-Bike সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। সাথে এর আকর্ষণীয় লুক আর দমদার ফিচার্স-ও আপনার মনে ধরবেই। এই স্টাইলিশ ইলেকট্রিক টু হুইলার‌ শহরের মসৃণ রাস্তা এবং রুক্ষ রাস্তা উভয় ক্ষেত্রেই উচ্চ কার্যক্ষমতা প্রদান করে। তবে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে এর দামে। 50 হাজার টাকারও কম দামে এই বাইকটি ঘরে আনতে পারবেন আপনি।

জানা যাচ্ছে Motovolt আরবান ই-বাইকটির প্রারম্ভিক মূল্য 49999 হাজার টাকা (এক্স-শোরুম)। বর্তমানে বাজারে মাত্র দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। তার সাথে মোট 5 টি কালার অপশন দিচ্ছে সংস্থাটি। এই নিউ জেনারেশনের বাইকে বড় টায়ার এবং আরামদায়ক সাসপেনশন দেওয়া হয়েছে। চলুন দেখে নিন বাইকের বাকি ফিচার্স সম্পর্কে।

50 হাজারের কম দামে বাড়ি আনুন এই e-Bike, সিঙ্গেল চার্জে মাইলেজ দেবে 120 কিলোমিটার

Motovolt আরবান ই-বাইক একটি ভারী ব্যাটারি প্যাক সহ আসে যা মাত্র 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এই ই-বাইকটির সর্বোচ্চ গতিবেই 25 কিলোমিটার প্রতি ঘণ্টা। এটিতে একটি BLDC মোটর রয়েছে যা উচ্চ শক্তি উৎপন্ন করে। এই ই বাইকে একটি 36 V/20 Ah ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।

নতুন ই-বাইকের মোট ওজন 40 কেজি, যা নিয়ন্ত্রণ এবং রাস্তায় চালানো সহজ। Motovolt আরবানে LCD ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এতে স্মার্ট ফোন সংযোগের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে। এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকের কথা বললে, এর দুটি টায়ারেই রয়েছে ডিস্ক ব্রেক। বাইকটি বাজারের হিরো ইলেকট্রিক অপটিমা সিএক্স-কে কড়া টক্কর দেবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই : আরও একটি মজার বিষয় হল, এই বাইক চালানোর জন্য কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। এ ছাড়া রেজিস্ট্রেশন করতে হবে না। নিয়ম অনুসারে, ভারতে শুধুমাত্র 16-18 বছর বয়সীরা একটি গিয়ারলেস ইলেকট্রিক টু হুইলার চালাতে পারবে। তাই আপনার বাড়িতে কোনও স্কুল পড়ুয়া থাকলে তাকে এই ই-বাইক উপহার দিন।

About Author